মৌলভীবাজার ২৯ জানোয়ারী ২০২১ সকাল ১১ ঘটিকায় প্রেস ক্লাবের সন্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার সংবাদ সন্মেলনে আগামীকাল ৩০ জানোয়ারী মৌলভীবাজার সদর পৌর নির্বাচন বর্জনের ঘোষণা দেয় জেলা বিএনপি।
উক্ত সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত মেয়র পদপ্রার্থী মোঃ অলিউর রহমান।
বর্জনের কারণ জানতে চাইলে বিএনপির সিনিয়র নেতা ফয়জুল করিম ময়ূন বলেন গত ২৭ জানুয়ারী মৌলভীবাজার আওয়ামী ছাত্রলীগের ৪ জন সন্ত্রাসী তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের উপর অতর্কীতভাবে হামলা চালায় শাহমোস্তফা সড়কের পাশে চা নাস্তা খাওয়া অবস্থায় ইসমাইল হোটেলে। এ বিষয়ে আমরা স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলে প্রশাসন নির্বিকার থাকে কোনো পদক্ষেপই নেয়নি। আমরা প্রশাসনকে বলে ছিলাম উল্লেখিত ৪ সন্ত্রাসী ছাত্রলীগ কর্মীদের গ্রেফতার করার জন্য যা নির্বাচনে শান্তি সৃঙ্কলা বজায় থাকার নিমিত্তে। এ বিষয়ে গত ২৮ জানুয়ারী প্রেস ক্লাবে এক সংবাদ সন্মেলনে আমরা বলেছি।
সাবেক উপজেলা চেয়ারম্যান মিজান আহমদ বলেন, গত রাতে আমাদের স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক জিবান আহমদকে তার নিজ বাসা বড়হাট থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় এবং আমাদের নির্বাচনী এজেন্টদের বাসায় বাসায় গিয়ে পুলিশ তল্লাশি চালায়। আরেক প্রশ্নের উত্তরে সিনিয়র নেতা মাতুক আহমদ বলেন কেনো নির্বাচনের মাঠকি নিরাপদ আছে? আমরা ১২৫টি বুথের জন্য এজেন্ট তৈরী করেছিলাম। তাদের বাসায় বাড়িতে গিয়ে বিভিন্নভাবে পুলিশ আমাদের এজেন্টদেরকে হুমকি ধামকি দিচ্ছে। নামধারী ছাত্রলীগ কর্মীরা পাড়া মহল্লায় মটর সাইকেল নিয়ে বিকট বিকট আওয়াজ দিয়ে যেভাবে মহরা দিচ্ছে তা নির্বাচনে হুমকির সমান। আপনারা কি করলে নির্বাচনে থাকবেন এর উত্তরে সিনিয়র নেতা ফয়জুল করিম ময়ূন বলেন ঐ চিহ্নিত ৪ সন্ত্রাসী ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করলে আমরা বিবেচনা করতে পারি নির্বাচন করবো কি না।
|