1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
গরীব রোগীদের মাঝে সরকারী অনুদানের চেক বিতরণ - মুক্তকথা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ অপরাহ্ন

গরীব রোগীদের মাঝে সরকারী অনুদানের চেক বিতরণ

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশকাল : শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৯৩ পড়া হয়েছে

শ্রীমঙ্গলে গরীব রোগীদের মাঝে চেক বিতরণ করেন কৃষিমন্ত্রী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

গত শুক্রবার(৩১ মে) সকাল ১০টায় শ্রীমঙ্গল পৌর শহরের রামকৃষ্ণ মিশন রোডে কৃষিমন্ত্রীর বাসভবনে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের আওতায় এই অনুদান প্রদান করা হয়। এসময় মোট ৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এই চেক বিতরণ করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেবের এতে সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীঘাট ইউপি’র চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, পৌর কাউন্সিলর তানিয়া প্রমুখ।

উপজেলা সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরী জানান, উপজেলার ১২ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৬ লাখ টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এমপি।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT