1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
গুলিবিদ্ধসহ আহত ১০ - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন

গুলিবিদ্ধসহ আহত ১০

সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৭৭৩ পড়া হয়েছে

ছাতকে বিলের দখল নিয়ে দু’দিন পর ফের গুলাগুলি

চান মিয়া, ছাতক, সুনামগঞ্জ।। ছাতকে বিলের দখল নিয়ে দু’দিন পর ফের গুলাগুলির ঘটনায় গুলিবিদ্ধসহ ১০জন আহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে উপজেলা দোলারবাজার ইউনিয়নের কুড়া চাতল বিলে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঈনপুর গ্রামের আব্দুর রব ও রাউলী গ্রামের ছাদিক মিয়া পৃথক দু’টি মৎস্যজীবি সমিতির সাইন বোর্ডের আড়ালে কুড়াচাতল বিলের জবর-দখল প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন। আব্দুর রব পক্ষের মধ্যে রয়েছেন মঈনপুর নিবাসি ইউপি চেয়ারম্যান সায়েস্তা মিয়াসহ উত্তর ও দক্ষিণ কুর্শির কতিপয় লোক। এভাবে ছাদিক মিয়া পক্ষের সাথেও রয়েছেন মঈনপুর, উত্তরও দক্ষিণ কুর্শি গ্রামের লোকজন। দু’পক্ষেই রয়েছে অস্ত্র, গোলা বারুদ ও দেশিয় অস্ত্রশস্ত্র। জনবলও তাদের কম নয়। ভাড়াটিয়া সন্ত্রাসি নিয়েও বিলের চারপাশে অনেক সময় মহড়া দিতে দেখা গেছে। সম্প্রতি বিলের মাছ ধরার মৌসুম ঘনিয়ে আসার সাথে সাথেই দু’পক্ষে সংঘাত-সংঘর্ষ শুরু হতে থাকে। এনিয়ে চলমান অস্ত্রবাজির ঘটনার একপর্যায়ে ৫ফেব্রুয়ারি দিবাগত রাত প্রায় ১টায় আব্দুর রব ও ছাদিক মিয়ার পক্ষের লোকজনের মধ্যে বিলের দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধসহ আরো ১০জন আহত হয়। এদেরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার দু’দিন পর বুধবার (৭ফেব্রুয়ারি) সকালে আবারো দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মঈনপুর গ্রামের বাছন মিয়া (৪৫) ও আমতৈল গ্রামের মধু মিয়া (৪০) গুলিবিদ্ধ হলে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান শায়েস্তা মিয়ার সাথে যোগাযোগ করেও পাওয়া যায়নি। ছাতক থানার অফিসার্স ইনচার্জ আতিকুর রহমান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT