1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
গেলো সপ্তাহের কমলগঞ্জ - মুক্তকথা
সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন

গেলো সপ্তাহের কমলগঞ্জ

কমলগঞ্জ সংবাদদাতা॥
  • প্রকাশকাল : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১২২ পড়া হয়েছে

টিসিবি’র দূর্গন্ধযুক্ত ও পঁচা চাল বিতরণের অভিযোগ


 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নে টিসিবি(ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) এর আওতায় বিতরণ করা চাল দূর্গন্ধযুক্ত, কালচে রঙের ও খাওয়ার অনুপযোগী, এমন অভিযোগ করেছেন উপকারভোগীরা। মঙ্গলবার(২৯ জুলাই) সকাল ১১টায় মুন্সীবাজার ইউনিয়নের ৩৫২ জন কার্ডধারী উপকারভোগীর(এর মধ্যে ২২ জনের কার্ড বাতিল) মধ্যে চাল, ডাল, চিনি ও তেল বিতরণ করেন প্রশাসন টিসিবি ডিলার মো. আকবর হোসেন। উপকারভোগীরা জানান, টাকা দিয়ে পণ্য নেওয়ার পর তারা দেখতে পান চালের রং কালচে, তীব্র দূর্গন্ধযুক্ত এবং খাওয়ার অযোগ্য। এক নারী উপকারভোগী বলেন, এমন চাল পশুকেও খাওয়ানো যায় না, মানুষকে দেওয়ার প্রশ্নই আসে না।”

অন্য এক প্রবীণ উপকারভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার আমাদের সহায়তা দিচ্ছে, কিন্তু স্থানীয়ভাবে অত্যন্ত নিম্নমানের চাল সরবরাহ করে আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, ইচ্ছাকৃতভাবে খাদ্য গুদাম থেকে নিম্নমানের চাল সরবরাহ করা হচ্ছে এবং এর সঙ্গে দুর্নীতির যোগসাজশ রয়েছে। অভিযোগ রয়েছে, গত বছরও একইভাবে কমলগঞ্জ সদর খাদ্য গুদামের কর্মকর্তা আজিজুর রহমান ও শমসেরনগর খাদ্য গুদামের কর্মকর্তা ইসমাম ইবনে খতিব গোপন যোগসাজশে স্থানীয় মিলার এর কাছ থেকে নিম্নমানের ১৪ শত টন চাল গ্রহণ করা হয়েছিল, তবে রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

টিসিবির ডিলার মো. আকবর হোসেন বলেন, আমাকে চাল সরবরাহ করেছেন জনবান্ধব খাতের ডিলার আবু আহমেদ। আমি যে চাল পেয়েছি, সেটিই জনগণের মধ্যে বিক্রি করেছি।

খাদ্যবান্ধব খাতের ডিলার আবু আহমেদ বলেন, শমসেরনগর খাদ্য গুদাম থেকে যে চাল পেয়েছি, সেটিই আকবর হোসেনকে দিয়েছি। চাল ভালো না খারাপ তা আমাদের দেখার সুযোগ নেই।

শমসেরনগর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাম ইবনে খতিব স্বীকার করেন, গুদামের কিছু চাল খারাপমানের ছিল, হয়তো কয়েক বস্তা ভুলবশত চালানে গেছে।

উপজেলা খাদ্য কর্মকর্তা রুমি রানী দেব জানান, অভিযোগ পেয়েছি। গত বছরের কিছু চাল গুদামে ছিল, সেগুলো হয়তো চালানে গেছে। ব্যবহার অনুপযোগী চাল ফেরত এনে ভালো চাল দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, চালের মান খারাপের অভিযোগ পেয়েছি। গত বছরও একই ঘটনা ঘটেছিল। বিষয়টি খাদ্য কর্মকর্তাকে জানিয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


 

কমলগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের কমিটি গঠন


 

আগামী ১৬ আগস্ট মৌলভীবাজারের কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন করা হবে। এ উপলক্ষে গত মঙ্গলবার (২৯ জুলাই) বিকাল ৫টায় কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক বর্ধিত সভা ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ। সভায় পবিত্র গীতা থেকে পাঠ করেন পংকজ ভট্টাচার্য্য। সভার শুরুতে সম্প্রতি ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

সভায় আগামী ১৬ আগস্ট কমলগঞ্জ উপজেলা পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপনের জন্য সর্বসম্মতিক্রমে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথকে আহবায়ক, অর্জুন দেবকে যুগ্ম আহবায়ক ও প্রত্যুষ ধরকে সদস্য সচিব করে জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। তাদের নেতৃত্বে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জন্মাষ্টমী উদযাপনের যাবতীয় কার্যক্রম গ্রহণ করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিটন দত্ত, রথযাত্রা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ভূষন রায়, পূজা উদযাপন পরিষদের নেতা ধীরেন্দ্র কুমার ধর, বিকাশ রায়, প্রত্যুষ ধর, কৃষ্ণকুমার সিংহ, অর্জুন দেব, সজল শীল, রনজিত অধিকারী, সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, শিপ্রাংশু পাল, শিবু দেব, অরুন কুমার পাল, রাজু দত্ত, হিমাংশু রুদ্রপাল, স্বপন কুমার নুনিয়া, প্রতাপ কর, নিতাই পাল প্রমুখ।

সভায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনায় প্রতি বছরের মতো এবারও কমলগঞ্জ উপজেলায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের প্রয়োজনীয় প্রস্তুতির জন্য সর্বস্থরের নেতাকর্মীদের পূজা উদ্যাপন পরিষদ এর পক্ষ থেকে আহ্বান জানানো হয়। বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী আগামী ১৬ আগস্ট শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এবং আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে এ বছর শারদীয় দুর্গাপূজা শুরু হবে। ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হবে।


 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদায় সংবর্ধনা


 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বদলিজনিত বিদায় উপলক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদারকে সংবর্ধনা প্রদান করেছে প্রাথমিক শিক্ষা পরিবার। গত সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকাদের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চ ন্দ্র সূত্রধর।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য্য এর সভাপতিত্বে ও শমশেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, উপজেলা রিসোর্স সেন্টার এর ইন্সট্রাক্টর ইকবাল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জয় কুমার হাজরা, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ, ওয়াহিদ রুলু, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ।
এ সময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে মানপত্র, সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন কমলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সাইফুল ইসলাম তালুকদার ছিলেন একজন দক্ষ, সৎ ও আন্তরিক কর্মকর্তা। উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিটি বিদ্যালয়ের পরিবেশ সুশৃঙ্খল রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্ব ও সহানুভূতিশীল আচরণ তাকে সকলের প্রিয় করে তুলেছিল।


 

বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে স্কুলড্রেস বিতরণ


 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।

মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার লিলির সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলমান আলী সালমানের সঞ্চালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের দাতা সদস্য গোলাম কিবরিয়া শফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম, এ, ওয়াহিদ রুলু, বিশিষ্ট ব্যবসায়ী শংকর লাল সাহা, মো.কামাল উদ্দিন  প্রমুখ।

এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে  জুলাই-২৪ স্মারক বৃক্ষ রোপণ ও আইসিটি কক্ষের কার্যক্রমের উদ্বোধন করেন অতিথিরা। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT