প্রচন্ড গরম পড়েছে, উষ্ণ তাপপ্রবাহ বইছে এ সপ্তাহে
ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে সপ্তাহ শেষে বৃষ্টির দেখা মিলতে পারে। প্রচন্ড গরম পড়েছে।
গত সোমবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ খবর গত ১৪ই বৈশাখ, ১৪২৮ তারিখের। বৈশাখের তাপদাহ থেকে বাঁচতে তরমুজ, ভাঙ্গি, আইসক্রিম, দই, ডাবের পানি, বেলের শরবত খেতে পারেন। এতে আপনার শরীরে পানির শূন্যতা পূরণ হবে এবং প্রয়োজনীয় পুষ্টির চাহিদা মিটাব।
সপ্তাহের শেষে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কমতে পারে দিনের তাপমাত্রা।পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
|