1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
গ্যাসসিলিণ্ডার ফেটে দু'জনের মৃত্যু, চাচা-ফুফুর মামলা ও স্থানীয় সরকার দিবস পালন - মুক্তকথা
শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১০:২৩ অপরাহ্ন

গ্যাসসিলিণ্ডার ফেটে দু’জনের মৃত্যু, চাচা-ফুফুর মামলা ও স্থানীয় সরকার দিবস পালন

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি॥
  • প্রকাশকাল : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭৬৯ পড়া হয়েছে

গত ৭ সেপ্টেম্বরের গ্যাসসিলিণ্ডার ফাটার ঘটনায়

মারাত্মক আহত নঈম আলীও মারা গেলেন

মৌলভীবাজারের কমলগঞ্জে সিলিন্ডার গ্যাস বিস্ফোরণে ২জন দগ্ধের ঘটনায় ১২দিন চিকিৎসাধীন থেকে নঈম আলী(৪৫) নামে আহত অপর জনের মৃত্যু হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার মাওলানা মুস্তাফিজুর রহমান এর মৃত্যু হয়েছিল। মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নঈম মিয়ার মৃত্যু হয়। নিহত নঈম আলী কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য গ্রামের তৈয়ব আলীর ছেলে।

গত ৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়নের পূর্ব শ্রীসূর্য্য(পেকুপাড়া) গ্রামে এ ঘটনাটি ঘটে। দগ্ধদের ওইদিন রাতে ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় দগ্ধ দু’জন নঈম মিয়া ও মাওলানা মুস্তাফিজুর রহমান দু’জনই মারা গেলেন।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান নঈম মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। এর আগে মাওলানা মুস্তাফিজুর রহমানের ঘরে দুপুরের রান্না করার সময় সিলিন্ডার গ্যাস থেকে অগ্নিকাণ্ডের সুচনা হয়। মুহুর্তের মধ্যে আগুন রান্না ঘরের কক্ষে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে মুস্তাফিজ ও নঈম আলী দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

বসতবাড়ির জায়গা দখলের পায়তারায়

কমলগঞ্জে চাচা ও ফুফুর মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে বসতবাড়ির জায়গা দখলের পায়তারা করে চাচা ও ফুফুর মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগ উঠেছে। এ নিয়ে তোতা মিয়ার ছেলে সোয়েব আহমদ হামলার হুমকি ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী ও মৌলভীবাজার পুলিশ সুপার বরাবরে চাচা ও ফুফুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। তবে সোয়েব আহমদ মারধোর করেছে বলে থানায় মামলা দিয়েছেন দাবি করেন ফুফু শরিফা বেগম ও চাচা তারা মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর গ্রামে বসতবাড়ির জায়গা দখলের চেষ্টায় লিপ্ত চাচা তারা মিয়া(৪০) ও ফুফু শরীফা বেগম(৪৫) এর বিরুদ্ধে গত ২৯ জানুয়ারি কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন সোয়েব আহমদ। জায়গা দখলে বাঁধা প্রদান করলে ভয়ভীতি, হুমকি ধামকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে গত ৩ সেপ্টেম্বর রাতে ফুফু শরীফা বেগমের দায়েরকৃত মারধোরের মামলায় পুলিশ তাকে আটক করে আদালতে প্রেরণ করে। এসব ঘটনা মিথ্যা ও পূর্বের জিডি রয়েছে দাবি করে গত ১৭ সেপ্টেম্বর মৌলভীবাজার পুলিশ সুপার বরাবরে লিখিত অভিযোগ দেন সোয়েব আহমদ।

মিথ্যা ও হয়রানিমুলক মামলা দাবি করে সোয়েব আহমদ বলেন, আমার পিতা মারা যাওয়ার পর বসতবাড়ির জায়গা দখলের উদ্দেশ্যে চাচা তারা মিয়া ও ফুফু শরীফা বেগম মা ও স্ত্রীকে নির্যাতন শুরু করেন। এসব বিষয়ে থানায় জিডি করি। পরে গত ৩০ আগষ্ট জমিতে হালচাষ করতে গেলে চাচার নির্দেশে ফুফু ও তার সহযোগি মিলে সেখানে গিয়ে দা দিয়ে আমার উপর আক্রমনের চেষ্টা করেন। এসময় দৌড়ে ঘরে গিয়ে আত্মরক্ষা করি। পরে ৩ সেপ্টেম্বর রাতে পুলিশ থানায় নিয়ে আটকে রাখে ও শরীফা বেগমের মিথ্যা মামলায় আদালতে পাঠালে ১১ দিন জেলহাজত ভোগ করতে হয়।

তবে অভিযোগ বিষয়ে শরীফা বেগম ও তারা মিয়া বলেন, সোয়েব আহমদ মারধোর করেছে এজন্য মামলা দিয়েছি। যখন মামলা দিয়েছি আদালতের বিষয়টি আদালত দেখবেন। কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, সোয়েব আহমদের জিডি তদন্ত করা হয়েছে। অপরদিকে শরীফা বেগমের মারধোরের মামলায় প্রধান আসামী থাকায় তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়। সোয়েব আহমদ হুমকির মুখে থাকলে পুনরায় জিডি করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 

বর্ণাঢ্য আয়োজনে কমলগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

 

 

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, গাছের চারা বিতরণের মধ্য দিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস। ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’- এই শ্লোগানে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন জাতি গোষ্ঠী অধ্যুষিত আদমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজন করা হয় দিন ব্যাপী উন্নয়ন মেলার। উন্নয়নের সচিত্র সাজসজ্জায় এ মেলায় মোট ১০টি স্টল স্থান পায়। মেলাকে ঘিরে গোটা ইউনিয়ন জুড়ে সাধারন মানুষের মাঝে দেখা গেছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

মঙ্গলবার সকাল থেকে হাজার হাজার নারী-পুরুষ তাৎক্ষণিক সেবা নিতে ভিড় জমান মেলা স্থলে। এদিকে দিবসটি উপলক্ষে দুপুর ২টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আদমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবদাল হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক শাব্বির এলাহীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জয়নাল আবেদীন, মৌলভীবাজার জেলা পরিষদের মহিলা সদস্য হেলেনা চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কলাবতী শাড়ির উদ্ভবক রাধাবতী সিনহা প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি, ইউপি সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত ইউনিয়ন পরিষদের নাগরিক ও শিক্ষার্থীদের মাঝে প্রায় দুই সহস্রাধিক গাছের চারা বিতরন করা হয়। পরে অনুষ্ঠানের অতিথিবৃন্দ মেলার ১০টি স্টলের সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং তাদের সাথে কথা বলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT