1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ৫ম ব্যাচের প্রশিক্ষন সমাপ্ত - মুক্তকথা
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ৫ম ব্যাচের প্রশিক্ষন সমাপ্ত

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২৬ জুন, ২০১৯
  • ২৬৭ পড়া হয়েছে

গ্রাম আদালত সক্রিয়করণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে

–জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান

বিশেষ বার্তাপরিবেশক।। গ্রাম আদালত সক্রিয়করণে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে এলাকার ছোট-খাটো বিরোধ নিস্পত্তি না হলে উচ্চ আদালতে মামলার চাপ বৃদ্ধি পাবে। এলাকার বিরোধ এলাকাতেই নিস্পত্তি করার জন্য সরকার আইন প্রণয়ন করে প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত স্থাপন করেছে। এই আদালতের মাধ্যমে বিচারিক-সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে বর্তমানে সরকার “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প” বাস্তবায়ন করছে। এখন আমাদের প্রয়োজন সবাইকে এগিয়ে আসা, সক্ষমতা অর্জন করা এবং এলাকার জনসাধারণকে সচেতন করা। আজ মঙ্গলবার ২৫শে জুন সকালে সার্কিট হাউজে অনুষ্ঠিত গ্রাম আদালত বিষয়ক পুনঃস্মারিত(রিফ্রেশার্স) প্রশিক্ষণে চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান উপরের কথাগুলো বলেন।

জেলা প্রশাসক আরো বলেন, বিষয়ভিত্তিক সক্ষমতা অর্জন করতে হলে প্রয়োজন সংশ্লিষ্ট বিষয়ে স্বচ্ছ ধারণা ও পর্যাপ্ত জানাশোনা। গ্রাম আদালত একটি আইনি আদালত। গ্রাম আদালত পরিচালনার মূল ভিত্তি হল ‘গ্রাম আদালত আইন ২০০৬(সংশোধন ২০১৩)’ ও ‘গ্রাম আদালত বিধিমালা ২০১৬’। সরকার অনেক অর্থ ব্যয় করে আজকের এই প্রশিক্ষণ আয়োজন করেছে। এখান থেকে আমরা যদি গ্রাম আদালত পরিচালনার বিষয়ে একটা স্বচ্ছ ধারণা নিয়ে যাই তাহলে মাঠ পর্যায়ের কাজ সহজতর হবে। মানুষ হিসেবে সমাজের প্রতি আমাদের অনেক দায়িত্ব। কিন্তু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে আমাদের কর্তব্য আরো বেশী। আমাদের প্রতিটি কাজ জবাবদিহিতার মধ্যে থাকতে হবে।
আজকের প্রশিক্ষণে যারা বিভিন্ন সেশন পরিচালনা করেছেন তাদের মধ্যে রয়েছেন- স্থানীয় সরকার উপপরিচালক(ভারপ্রাপ্ত) মোহাম্মদ শওকত ওসমান, সহকারী পুলিশ সুপার মোঃ আহসান হাবীব, জেলা সমাজসেবা উপপরিচালক রজত শুভ্র সরকার, জেলা যুব-উন্নয়ন উপপরিচালক মোঃ সামসুজ্জামান এবং গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) নিকোলাস বিশ্বাস প্রমুখ।
ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি’র(ইউএনডিপি) কারিগরি সহযোগীতায় স্থানীয় সরকার বিভাগ কর্তৃক আয়োজিত ২৫-২৬ জুন ২০১৯ দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণে ফরিদগন্জ ও মতলব-উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৩১ জন সচিব ও গ্রাম আদালত সহকারী অংশগ্রহণ করেন। এতে সহযোগিতা করেন গ্রাম আদালত প্রকল্পের সহযোগী সংস্থা তথা ব্লাষ্টের জেলা সমন্বয়কারী মোঃ আমিনুর রহমান ও উপজেলা সমন্বয়কারী মোঃ এনামুল হক।
১৫ই জুন ২০১৯ হতে ধারাবাহিকভাবে জেলা পর্যায়ে গ্রাম আদালত বিষয়ক এই পুনঃস্মারিত(রিফ্রেশার্স) প্রশিক্ষণ চলছে। জেলা পর্যায়ে মোট ৬টি ব্যাচের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এভাবে মোট ১৭৬ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। বর্তমানে ৫ম ব্যাচের প্রশিক্ষণ চলছে। শেষ ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে আগামী ২৯শে জুন। উল্লেখিত ৬টি ব্যাচে প্রকল্পাধীন মোট ৪৪ ইউনিয়নের সকল ইউপি চেয়ারম্যান, একজন প্যানেল চেয়ারম্যান, সচিব ও গ্রাম আদালত সহকারীদের এই পুনঃস্মারিত(রিফ্রেশার্স) প্রশিক্ষণে অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রসঙ্গতঃ ২০১৭ সালের মাঝামাঝিতে এই একই প্রশিক্ষণার্থীদের গ্রাম আদালত বিষয়ক মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছিল।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT