1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ঘূর্ণিঝড় মরা'য় কেবল কক্সবাজারেই কয়েকলক্ষ লোক ক্ষতিগ্রস্থ - মুক্তকথা
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
এ সপ্তাহের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল আগুন লাগিয়ে লাউয়াছড়া সংরক্ষিত বনের কয়েক একর ভূমি পুড়িয়ে দেয়া হয়েছে অনগ্রসর শব্দকর জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী হিসেবে অন্তর্ভুক্তির দাবী প্রবাসী সংবর্ধনা, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ এবং চলচ্চিত্র বিষয়ক কর্মশালা প্রয়াত পিতার দান করা জায়গায় প্রতিষ্ঠা করেছেন নিজস্ব থিয়েটার স্টুডিও ‘নাটমন্ডপ’ পাবলিক লাইব্রেরি ও শিশু উদ্যান দখলমুক্তির দাবিতে মানববন্ধন ধর্ষণ করতে না পারায় পূর্ণিমাকে হত্যা করা হয় ধর্ষনে ব্যর্থ হয়ে ১০ বছরের বালিকাকে হত্যা দু’টি ইট ভাটায় অভিযান। ৫০ হাজার টাকা জরিমানা পতিতা ব্যবসার অভিযোগ। অতঃপর…

ঘূর্ণিঝড় মরা’য় কেবল কক্সবাজারেই কয়েকলক্ষ লোক ক্ষতিগ্রস্থ

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৩ জুন, ২০১৭
  • ৪০৭ পড়া হয়েছে

কুতুপালং শ্মরণার্থী ক্যাম্পে ঘূর্ণিঝড় ‘মরা’য় ছিন্নভিন্ন করা বাড়ীঘর মানুষজন নিজেরাই মেরামত করছে। ছবিটি ৩০মে ২০১৭তে তুলা হয়েছে। © UNHCR/Shinji Kubo

লন্ডন: গেল সপ্তাহে ঘটে যাওয়া দূরন্ত ঘূর্ণিঝড় ‘মরা’ বাংলাদেশ ও ব্রহ্মদেশের হাজার হাজার বাড়ী-ঘর তচনছ করে দিয়ে গিয়েছে। এ মূহুর্তে আশ্রয়ের প্রয়োজন খুবই জরুরী। উভয় দেশেই বিপুল সংখ্যক শ্মরণার্থী সহ অসংখ্য মানুষ এখন ঘর-বাড়ী ছাড়া। বলেছেন জাতিসংঘের মুখপাত্র আন্দ্রেজ মাহেরিক। আজ শনিবার ৩ জুন, জেনেভায় এক সাংবাদিক সন্মেলনে তিনি এসব কথা বলেন।
বিশেষ করে বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেছেন যে কক্সবাজার এলাকার বাস্তুহারা রোহিঙ্গা শ্মরণার্থীদের বাড়ী-ঘর বহুলাংশে বিনষ্ট হয়েছে। কুতুপালং শ্মরণার্থী ক্যাম্পের নিকট ১১ বছরের একটি ছেলের উপর গাছ পড়ে মারা গেছে। ওই কুতুপালং এবং নয়াপাড়া শ্মরণার্থী ক্যাম্পের শতকরা ২০ভাগ বাড়ী-ঘর সম্পূর্ণরূপে বিনষ্ট হয়েছে। এসব বাড়ীঘর তৈরীতে সাধারণতঃ মাটি, বাঁশ, ঢেউটিন ও পাতলা প্লাষ্টিকের আবরণ ব্যবহার করা হয়ে থাকে। শ্মরণার্থী ক্যাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে যা রাতের বেলায় খুবই নিরাপত্তা ঝুঁকিতে আছে। এসব এলাকায় প্রচুর পরিমাণে স্কুলঘর, কম্যুনিটি কেন্দ্র এবং সরকারী ও এনজিওদের অফিসঘর বিনষ্ট হয়েছে।
এসব এলাকায় জরুরীভাবে আশ্রয় ব্যবস্থার প্রয়োজন। আশ্রয়ের অভাবে বিপুল সংখ্যক মানুষজনকে খোলা আকাশের নিচে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রাত কাটাতে হচ্ছে। খাদ্য, পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানার খুবই প্রয়োজন। বাংলাদেশের কুতুপালং এ নয়াপাড়ায় নিবন্ধিত ৩৩ হাজার রোহিঙ্গা শ্মরণার্থী রয়েছে। এছাড়াও ক্যাম্পের বাহিরে অনিবন্ধিত আরো ২ লাখ শ্মরণার্থী বাংলাদেশের দক্ষিণপূর্ব এলাকায় রয়েছে। এরা সকলেই এমনিতেই খুব অসহায়ত্বের মধ্যে ছিল। ঘূর্ণীঝড় ‘মরা’ তাদের শোচনীয়ভাবে বিপন্ন করে দিয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT