মুক্তকথা সংবাদকক্ষ।। ঘূর্ণীঝড় “বুলবুল” নিস্তেজ হয়ে গেছে। কিন্তু চলে যাবার আগে অনেকটাই তসনচ করে গেছে বাঙলাদেশে। সংবাদ মাধ্যম ও গণমাধ্যম থেকে এ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে “বুলবুল” বাংলাদেশে ৪জন মানুষের জীবন থামিয়ে দিয়ে গেছে। তসনচ করেছে ৪থেকে ৫হাজার বাড়ী-ঘর।
২জন মানুষের মৃত্যু ও ৩০জনের আহত হওয়ার কথা এক সংবাদসারাংশে দেশের দূর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ড. মো: এনামুর রহমান স্বীকার করেছেন। দেশের আবহাওয়া গবেষক বিজ্ঞানীগন এ ঘূর্ণীঝড়কে “বুলবুল” বলেই সাধারণ মানুষকে অবহিত করেন। কেনো, কিসের ভিত্তিতে তাদের এ নামাকরণ তা অবশ্য আমাদের জানা নেই। তবে ৪জন মানুষের জীবন যে নিয়ে গেছে এই ঝড়, তা খাঁটী সত্য বলেই গণমাধ্যম থেকে জানা গেছে।
প্রতিমন্ত্রী তার সংবাদসারাংশ বৈঠকে অবহিত করেন যে, সরকার এ পর্যন্ত ৫,৭৮৭টি আশ্রয় কেন্দ্রে মোট ২১লাখ ৬হাজার ৯১৮জন মানুষকে উদ্ধার করে আশ্রয় দিয়েছে।
গত কাল শনিবার ভোরের দিকে ঘূর্ণীঝড় ‘বুলবুল’ তার গতিবেগ হারিয়ে সুন্দরবনের পাশ দিয়ে পশ্চিমবঙ্গের দিকে ধাবিত হয়। জানা গেছে ভারতের পশ্চিমবঙ্গে এই ঘূর্ণীঝড় আরো ৫জনের জীবন নিয়েছে।