1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
চা'এর দেশ- বিচিত্র শ্রীমঙ্গল - মুক্তকথা
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

চা’এর দেশ- বিচিত্র শ্রীমঙ্গল

শ্রীমঙ্গল থেকে কাওছার ইকবাল
  • প্রকাশকাল : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১১ পড়া হয়েছে

চা অঞ্চলে শৈত প্রবাহ

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস


এবারের শীত মৌসুমে শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার(৮ জানুয়ারি) শ্রীমঙ্গলের আবহাওয়া অফিস সূত্রে এই তথ্য পাওয়া গেছে।

এর আগে গত মঙ্গলবার(৬ জানুয়ারি) উত্তরাঞ্চলের রাজশাহী জেলার তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সেই তাপমাত্রা আজ রেকর্ড হয়েছে দেশের পূর্বাঞ্চলের পর্যটন নগরী শ্রীমঙ্গলে। দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি আজ এ অঞ্চলেও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে প্রকাশ, যখন কোনো এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে তা তীব্র শৈত্যপ্রবাহ বলে গণ্য করা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে গেলে তাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

আবহাওয়া অধিদপ্তর চলতি মাসের শুরুতে দেওয়া দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলেছিল, এ মাসে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে।


 

ভুনবীর ইউনিয়নে অবৈধ বালু লুট

২৩০০ ঘনফুট অবৈধ বালু জব্দ


বিগত দুই দশক যাবত একটি প্রভাবশালী চক্র মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নে অবৈধভাবে বালু লুটপাট করে চলেছে। প্রশানের নিয়মিত অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বালু লুটের মহা উৎসবে মেতে উঠেছে দুষ্টচক্র।

সোমবার সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের নির্দেশনায় শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকনের নেতৃত্বে ভুনবীর ইউনিয়নের শাসন এলাকার ‘জৈতার বন’ নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৩০০ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়।

প্রশাসন সূত্র জানায়, জব্দকৃত বালু পরবর্তীতে বিধি অনুযায়ী নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
এদিকে অবৈধ বালু ব্যবসা ও এর সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এব্যাপারে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুহিবুল্লাহ আকন বলেন, আমরা জানার সাথে সাথে অভিযান পরিচালনা করছি। আমাদের অবস্থান জিরো টলারেন্সে। ছাড় দেবার কোন সুযোগ নেই। আমরা এলাকাবাসীর সহযোগিতাও কামনা করছি।


 

র‍্যাবের অভিযানে ১১টি এয়ারগান উদ্ধার


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পরিত্যক্ত অবস্থায় ১১টি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব-৯)।

সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, অস্ত্র উদ্ধার সংক্রান্ত বিশেষ অভিযানের অংশ হিসেবে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫৫ মিনিটে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের লচনা এলাকার চা-কন্যা ভাস্কর্যের উত্তর পাশে ঝোপঝাড়ে এয়ারগান থাকার তথ্য পায়।

খবর পেয়ে র‍্যাবের দলটি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়। এ সময় ঝোপের মধ্যে থাকা দুটি প্লাস্টিকের বস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় মোট ১১টি এয়ারগান উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত এয়ারগানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। উদ্ধার হওয়া এয়ারগানগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে র‍্যাব।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ১১টি এয়ারগান জিডিমূলে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT