চা শ্রমিক ফেডারেশনের প্রতিনিধি সভায়
শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি
‘জুলাই অভ্যুত্থানের প্রতিশ্রুতি স্মরণ কর, চা শ্রমিকদের প্রতি বৈষম্যের অবসানে ঐক্যবদ্ধ আওয়াজ তোল’- দাবিকে সামনে রেখে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শ্রীমঙ্গল শহরের শালিক রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় ২০ জুলাই’২৫, রবিবার সকাল ১১টা দিনব্যাপী কেন্দ্রীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি রাজেকুজ্জামান রতন, আলোচক হিসেবে আরও ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল। এছাড়াও প্রতিনিধি সভায় চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন বাগানের সংগঠক ও প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
![]() |
সভায় আলোচকবৃন্দ বলেন, চা শ্রমিকদের প্রতি বৈষম্য অতিমাত্রায় চলমান, এই বৈষম্য নিরসনে শ্রম সংস্কার কমিশন কর্তৃক প্রেরিত সুপারিশ বাস্তবায়ন করতে হবে। শ্রমিক অধিকারের প্রতি বৈষম্যমূলক শ্রম আইনের ৩২ নং ধারা সহ বৈষম্যমূলক বিধানসমূহ সংশোধন করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, চা শ্রমিকদের জন্য যে বৈষম্যমূলক মজুরি বিদ্যমান রয়েছে তা শ্রম অধিকার পরিপন্থী। চা শ্রমিকদের ন্যায্য মজুরি, ভূমির অধিকার সহ চা শ্রমিক ফেডারেশনের ৭ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। সকল শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে।
কেন্দ্রীয় প্রতিনিধি সভা থেকে বাগানে বাগানে ও ভ্যালীতে প্রচারণা, প্রতিনিধি সভা এবং জেলা ও কেন্দ্রীয় উদ্যোগে মতবিনিময় সভা সহ আন্দোলনের কর্মসূচী গ্রহণ করা হয়। সভায় মৌলভীবাজার জেলায় চা শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে দীপংকর ঘোষকে আহ্বায়ক এবং কিরণ শুক্ল বৈদ্যকে সদস্য সচিব করে চা শ্রমিক ফেডারেশন মৌলভীবাজার জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটি গঠন করা হয়।