মুক্তকথা।। চিরায়ত বাংলা। আদিম উৎপাদন ব্যবস্থা। পশু আর প্রকৃতি নির্ভর কৃষি ব্যবস্থা। আদিম হলেও উৎপাদনের এ পদ্বতিতে প্রানের সংযোগ আছে। হাজার হাজার বছরের এই কৃষি কর্ম মানবতাবাদী যে মানব সমাজের জন্ম দিয়েছিল সেখানে কোন কৃত্তিমতা নেই। জীবনের সাথে মিশে যাওয়া এ কৃষিকর্মের উৎকর্ষ প্রয়োজন তবে মানব মণিষাকে বাদ দিয়ে নয়।
ইরি মৌসুম! ব্যস্ত কৃষক জমি তৈরীতে। আগাছা মুক্ত করে জমি সমান করা, যেন সেচের পানি সমান ভাবে সব জায়গায় পৌছায়। তাদের এই কষ্টের, অক্লান্ত শ্রমের ফসল আসবে, সবুজে সোনালীতে চোখ জুড়াবে। বাংলা সাজবে নব সাজে!! ফুটবে হাসি কৃষান কূলে! সামসুদ্দোহার ফেইচবুক থেকে