দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন ইউনিয়নে খেলাফত মজলিসের উদ্যোগেও মাওলানা শফিক উদ্দিনের অর্থায়নে গরিব ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ৭ফেব্রুয়ারি দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নে বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ইউনিয়ন সভাপতি মাওলানা আব্দুল লতিফ। মাওলানা জাকির হোসাইনের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ছাতক-দোয়ারাবাজার আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ শফিক উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আখতার হোসাইন, সাংগঠনিক সম্পাদক এএম মোশাহিদ আলী, দোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ সিদ্দিকুর রহমান, দৈনিক মানবজমিন পত্রিকার দোয়ারাবাজার প্রতিনিধি হাবীবুল্লাহ হেলালি, সাংবাদিক এমএ মোতালিব ভুইয়া, সদরুল আমিন, উপজেলা খেলাফত মজলিসের বায়তুলমাল সম্পাদক ফয়জুর রহমান, নরসিংপুর ইউপির শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাইফুদ্দীন, মাওলানা আব্দুল আউয়াল, হাফেজ নুর মোহাম্মদ। এদিকে বুধবার ৬ফেব্রুয়ারি সকালে দোহালিয়া বাজারে ইউপি শাখার সভাপতি মাওলানা ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল হকের পরিচালনায়, দুপুরে মান্নারগাঁও ইউপির আমবাড়ি-গোপালপুর মাদরাসা মাঠে ইউপি সভাপতি মাওলানা নুর আলম মাছুমের সভাপতিত্বে ও হাফেজ তৈয়বুর রহমানের পরিচালনায় ও বিকেলে পান্ডারগাঁও ইউপির নতূনবাজার মাদরাসা মাঠে ইউপি সভাপতি মাওলানা সমছুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত পৃথক শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ সফিক উদ্দিন। সভায় বিশেষ ছিলেন, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, ছাতক উপজেলা সভাপতি মাওলানা আখতার হোসাইন, দোয়ারা উপজেলা সভাপতি মাওলানা ফারুক আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা ছিদ্দিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসনাত, দোয়ারা উপজেলা সহ-সভাপতি কাজি মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আবদুস শহিদ, অফিস সম্পাদক মাওলানা আবদুল কাহার, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফয়জুর রহমান, আমবাড়ি গোপালপুর মাদরাসার মুহতামিম মাওলানা সাজিদুর রহমান, নায়েবে মুহতামিম মাওলানা আবুল ফজল, মান্নারগাঁও ইউপি সাধারণ সম্পাদক ডাক্তার জয়নাল আবেদীন, সফির উদ্দিন, মাওলানা আবদুন নুর, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা ময়নুল হক প্রমূখ। পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন বলেন, জনসেবাকে একটি অন্যতম ইবাদাত মনে করি। তাই এ অঞ্চলের গরিব-অসহায় শীতার্ত মানুষের দু:খ কষ্ট দেখে নিজের সাধ্যমত শীতবস্ত্র হিসেবে কিছু কম্বল বিতরণ করেছি। এর আগেও বিতরণ করেছি ছাতক পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায়দের মধ্যে। এসব গরিব-অসহায় মানুষের পাশে দাড়াবার জন্য তিনি সমাজের সকল বিত্তবানদের প্রতি আহবান জানান।
ছাতকে নির্মিতব্য পৌরভবনের সাথে আরজ মিয়া চৌধুরী সড়ক নামে নতুন সংযোগ সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ৭ফেব্রুয়ারি সকালে প্রায় দু’ কোটি টাকা ব্যয়ে এক কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। এসময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী রতœাংকুর দাস, উপসহকারী প্রকৌশলী অজয় দাস, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আলী, পৌরসভার কার্য সহকারী ফজলুল হক, কল্যানব্রত দাস, অর্পণ দেবনাথ, ঠিকাদার কহিন চৌধুরীসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। নির্মাণ কাজের উদ্বোধনকালে পৌর মেয়র আবুল কালাম চৌধুরী বলেন, দীর্ঘদিন পর পৌর পরিষদ তার নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে। তিনি অত্যাধুনিক এ ভবনের সাথে একাধিক সংযোগ সড়ক নির্মাণ, আরসিসি সড়কের সাথে নির্মাণ করা হচ্ছে প্রসস্থ ও গভীর আরসিসি ড্রেনসহ অন্যান্য সূযোগ-সুবিধা দেয়া হচ্ছে বলে জানান। তবে মার্চ মাসেই নিজস্ব ভবনে পৌরসভার কার্যক্রম পরিচালনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ছাতক সদর ইউনিয়ন আল ইসলাহর কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়নের আন্ধারীগাঁও পয়েন্টে মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে ও আখতার হোসেনের পরিচালনায় শনিবার ৩ফেব্রুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত কর্মি সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে ্উপস্থিত ছিলেন, আল ইসলাহ ছাতক (উত্তর) সভাপতি মাওলানা আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল ইসলাহ ছাতক (উত্তর) শাখার সাধারণ সম্পাদক মাওলানা কবির আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুর রহমান বাবলু প্রমূখ। কমিটিতে গিয়াস উদ্দিন মেম্বারকে সভাপতি, ক্বারি সালাহ উদ্দিনকে সাধারণ সম্পাদক ও ক্বারি শামিম আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১০১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মৌলভি আব্দুল মতিন, মখজুল ইসলাম, হাফেজ আরজ আলী, সহ-সাধারণ সম্পাদক হাফেজ এনামুল হক জুয়েল, সহ-সাংগঠনিক মাওলানা আব্দুল মতিন, অর্থ সম্পাদক সামছ উদ্দিন, প্রচার সম্পাদক হাফেজ ফয়ছল আহমদ, সহ প্রচার নূর উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক শাহ চেরাগ আলী, সহ-সমাজকল্যাণ সম্পাদক হাফেজ আসিকুর রহমান, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ক্বারি আশরাফ আলী, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ক্বারি মহি উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক ক্বারি নাজমুল হোসেন, সহ প্রশিক্ষণ হাফেজ মুহি উদ্দিন লিটন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ডাক্তার আব্দুল জহির, প্রবাসি কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী সদস্য মাওলানা আব্দুল হামিদ, মাওলানা ফরিদ আহমদ, মাওলানা এখলাছুর রহমান, হাফেজ তাজির উদ্দিন, লায়েক মিয়া।
ছাতকে দোলারবাজার ইউনিয়ন আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ৬ফেব্রুয়ারি বিকেলে কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিজয়িদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কুর্শি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক মেম্বার হায়দার আলী রাজুর সভাপতিত্বে, দক্ষিণ কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুর রহমান ও সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আবদুল ছালিক মিলন তালুকদারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরি বকুল। উপস্থিত ছিলেন, দোলারবাজার ইউপির প্যানেল চেয়ারম্যান শফিক মিয়া, সালেহা খাতুন কুর্শি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার উসমান গণি, মঈনপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. শাহাব উদ্দিন, কুর্শি ইসলামপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা রশিদ আহমদ, কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা কবির আহমদ ফিরোজ, সমাজসেবি আফিজ মিয়া, কনা মিয়া, নুরুল আমিন, সাবেক মেম্বার তাজুর রহমান সাধু, আশ্রব আলী, ক্বারি কামাল আহমদ, মতছির আলী, আম্বর আলী, শফিক মিয়া, জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনেয়ার হোসেন, কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালমা বেগম, দক্ষিণ কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোশাররফ হোসেন, দক্ষিণ কুর্শি পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছফেরা বেগম, চাঁনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছামছিয়া বেগম, চেলারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম, মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় চন্দ্র, মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিন আক্তার, বারগোপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন সরকার, রাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রহিমা বেগম, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, খাগহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী, শ্রীকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দাস, পালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেহেনা খাতুন, বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান, বুরাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন, রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতলিব ও যুগলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলিছুর রহমান। এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির মহিলা সদস্যা স্বপ্না বেগম, আনুয়ারা বেগম ও খালেদা বেগম, মুরব্বী মছলমদর আলী, মন্তাজ আলী, দুলু মিয়া, শামসুল ইসলাম, আযাদ মিয়া, শামসুল আলম, আলী আকবর, মুজিবুর রহমান মুজিব, আনসার আলী, আবু খালেদ শিপুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারি শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এরআগে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংঙ্গীত পরিবেশনের মাধ্যমে ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিার্থীদের অংশগ্রহণে ইউনিয়ন পর্যায়ে এ আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ছাতকে সিলেট পাল্প এন্ড পেপারমিলস দাখিল মাদরাসার ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচন ২০১৮ইং সম্পন্ন হয়েছে। ২৯জানুয়ারি ২০১৮ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসব মূখর পরিবেশে মাদরাসার হলরুমে সরকারি নির্দেশনার আলোকে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহনের সময় নির্ধারিত থাকলেও ভোটারদের স্বতস্ফূর্ত অংশ গ্রহণের ফলে ৩টি বুথে দুপুর ১২টার মধ্যেই ভোট গ্রহন শেষ হয়। নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে ৮জন ছাত্র-ছাত্রী বিজয়ি হন। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন, দশম শ্রেণর ছাত্র নূর মোহাম্মদ লোকমান ও সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, অষ্টম শ্রেণীর ছাত্র হাবিবুর রহমান ভূঁইয়া। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, দশম শ্রেণীর ছাত্রী সাহানা আকতার সাকি ও মো. আল-আমিন। পুলিং অফিসারের দায়িত্ব পালন করেন, তাহসিনা আহমদ মনি, সুনিমা জান্নাত, মাহবুবুল হাসান ও তারেক মিয়া। নির্বাচিতরা হলেন, ৬ষ্ট শ্রেণীর আখলাকুর রহমান আজিম, ৭ম শ্রেণীর মাহিন উদ্দিন, ৮ম হাবিবুর রহমান ও সাহারা আকতার মুক্তা, ৯ম শ্রেণীর সুমাইয়া আকতার সুরাইয়া ও যুবায়ের আহমদ যুবরাজ, দশম শ্রেণীর জিল্লুর রহমান হেলাল ও তুহিনা আকতার। সার্বিক সহযোগিতায় মাওলানা অলিউল্লাহ ও মাওলানা মহি উদ্দিন। এব্যাপারে সূপার মাওলানা শরিফুল ইসলাম বলেন, ষ্টুডেন্ট কেবিনেট নির্বাচনের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ভ্রাতৃত্ব ও প্রতিযোগিতাপূর্ণ মনোভাব সৃষ্ঠি হয়েছে। এতে শিক্ষক-শিক্ষিকাসহ সকলে তাদের উজ্জল ভবিষ্যত কামণা করেছেন। ফলাফল ঘোষনার পর প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা বিজয়িদের গলায় মাল্যদান করে অভিনন্দন জানান।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মাদারিপুর টেকেরহাটের পীরজাদা আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী বলেছেন, একমাত্র আল্লাহর ইবাদত করলে ইহকাল ও পরকালে মুক্তি পাওয়া যাবে। তিনি বলেন, ইবাদতের জন্যে একমাত্র আল্লাহর নির্দেশিত পথকে অনুসরন করতে হবে। ইবাদতের জন্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোন স্বত্বা নেই। এজন্যে সকলকে আল্লাহ নির্দেশিত ও হযরত মোহাম্মদ (সাঃ) এর অনুসরনীয় পথেই মুক্তি নিহিত রয়েছে। মঙ্গলবার ৬ফেব্রুয়ারি রাতে ছাতকে কালারুকা ইউপির জামুরাইল-পালপুর গ্রামে মরহুম মাষ্টার সামছুল হক ইসলামি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাতক পাথর ব্যবসায়ি সমিতির সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাই আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করেন, মাওলানা আবদুস সালাম আল-মাদানী, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের মাওলানা এম হাসিবুর রহমান প্রমূখ। মাহফিলে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরব্বি আসিক মিয়া, শাহজাহান চৌধুরি আব্দুল্লাহ, আব্দুল গফফার, আব্দুল আহাদ, শাহিনুর রহমান বাবুল, ছাদিকুর রহমান, সাংবাদিক আহমেদ সফিরসহ এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। পরে মরহুম সামছুল হকসহ গ্রামের মুর্দেগানদের রুহের মাগফেরাত মোনাজাত করা হয়।
ছাতকে সিংচাপইড় আল-ইখওয়ান সমাজ কল্যাণ পরিষদের ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার ৭ফেব্রুয়ারি রাতে সিংচাপইড় মাদরাসা মাঠে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন, সাবেক ইউপি চেয়ারম্যান মুর্শেদ চৌধুরী, সমাজসেবি ছিনতার আলী ও হাজি আবদুস সালাম। মাহফিলে তাফসির পেশ করেন, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার মাওলানা মুজাহিদুল ইসলাম ফারুকী, সিলেটের জালালাবাদ-হাউসার মাওলানা মুজিবুর রহমান, সিংচাপইড় কেন্দ্রিয় জামে মসজিদের ইমামও খতিব মাওলানা আহমদ হোসাইনও চেলারচরের মাওলানা আবু ইউসুফ আনসারী। মাহফিল পরিচালনা করেন, সাংবাদিক হেলাল আহমদ। এতে ইসলামি সংগিত পরিবেশন করেন, গোলাম সুলতানুল হাবিব। মাহফিলে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন, ছামির আমহদ, হুমায়ুন ইসলাম, খাইরুল ইসলাম, নুর আলম, আবদুল আলিম, রুমন আহমদ, জুয়েল আহমদ, মাসুম মিয়া, রাইয়ান আহমদ, জায়েদ আহমদ, জিহাদুর রহমান, তুফায়েল আহমদ, হারুন মিয়া, ছাদ মিয়া, লোকমান হোসেন, মিজানুর রহমান, আলী হোসেনও সাজ্জাদ আহমদ প্রমুখ।