‘সঠিক নিয়মে মাস্ক পরি ও সামাজিক দূরত্ব বজায় রাখি।’ এ প্রচারনার অংশ হিসেবে “ঐক্য, শিক্ষা, শান্তি, প্রগতি”র ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, মৌলভীবাজার জেলা সংসদের উদ্যোগে পূণরায় ১টি মহতী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। করোনা মহামারীর দূর্যোগকালে, মৌলভীবাজারের শ্রমজীবি ও নিম্নবিত্ত (যাদের সর্বনিম্ন বয়ষ ৩৫ বছর এবং ঊর্ধ-বয়ষী) জন-সাধারণের জন্য কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধী টিকা গ্রহণের জন্য বিনামূল্যে নিবন্ধনের উদ্যোগ নেয়া হয়েছে।
মৌলভীবাজার জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি পিনাক রুদ্র জানান, চলতি বছরের ১৮থেকে ২২জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯ঘটিকা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর শহরের ফরেষ্ট অফিস রোডের ‘লোকনাথ সেবাশ্রমে’ বিনামূল্যে নিবন্ধন কার্যক্রম চলবে একই সাথে বিকাল ৫টা থেকে রাত ৮ ঘটিকা পর্যন্ত বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি(সিপিবি) মৌলভীবাজার জেলা শাখার আদালত সড়কের, উত্তরা মার্কেটের ২য় তলার কার্যালয়ে বিনামূল্যে নিবন্ধন কার্যক্রম চলবে। নিবন্ধনে আগ্রহী “শ্রমজীবি ও নিম্নবিত্ত”দের প্রত্যেকের সর্বনিম্ন বয়ষসীমা ৩৫ বছর হতে হবে। নিবন্ধনে আগ্রহীদের জাতীয় পরিচয়পত্র এবং মোবাইল ফোন সঙ্গে আনতে হবে।
|