মুক্তকথা সংবাদকক্ষ।। মোম্বাই শহরের এনআইএ(একটি জাতীয় বিশেষ অনুসন্ধানী সংস্থা NIA) আদালত ইসলামী প্রচারকারী জাকির আব্দুল করিম নায়েকের ৫টি সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে। গতকাল শুক্রবার আদালত এ আদেশ জারী করেন।
মোম্বাইয়ের মাঝগাঁও এলাকায় অবস্থিত বাজেয়াপ্তকৃত উক্ত ৫টি সম্পত্তির মাঝে রয়েছে ১৩৬০ বর্গফুট দোকান ভিটা এবং ভিন্ন দু’টি ঠিকানায় ২টি করে মোট ৪টি ফ্লাট বাড়ী।
আদালতের এ নির্দেশ আসে জাতীয় বিশেষ অনুসন্ধানী সংস্থা NIA-র অনুরোধের পথ ধরে। বিগত ১৫ই জুন ভারতীয় অপরাধী শাস্তি ধারায় জাকির নায়েককে আদালত দায়ী সাব্যস্ত করে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারী পরোয়ানা জারী করলে, জাতীয় বিশেষ অনুসন্ধানী সংস্থা NIA আদালতে নায়েকের স্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের অনুরোধ জানান।
জাকির নায়েক ভারতীয় বিশেষ নিরাপত্তা গোয়েন্দা নজরদারীতে আসেন, ২০১৬সালের জুলাই মাসে ঢাকার একটি রেস্তোরাঁয় আক্রমন ও হত্যা ঘটনায় জড়িতদের জবানবন্দীর কারণে। ঢাকা ক্যাফে হামলার সন্ত্রাসীরা গোয়েন্দাদের নিকট বলে যে তারা জাকির নায়েকের ভাষণে উদ্বুদ্ধ হয়ে এই জঘণ্য আক্রমণমূলক কাজ করেছিল। সূত্র: ন্যাশনেল হ্যারাল্ড