ময়মনসিংহের ২ ও সুনামগঞ্জের ১ জন জাতীয় প্রতিযোগিতায় চূড়ান্ত
মৌলভীবাজারে ৪৯তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫
মৌলভীবাজারে ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫’র আঞ্চলিক(জোন) সিলেট-ময়মনসিংহ বিভাগের মধ্যে প্রতিযোগিতা ফাইনাল রাউন্ড শেষ হয়েছে।
শুক্রবার দিবাগত রাত দশটায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মৌলভীবাজারের এম সাইফুর রহমান স্টেডিয়ামে এ দুই বিভাগের মধ্যে আঞ্চলিক বাছাইপর্বের চূড়ান্ত খেলায় ৩ বিজয়ীর হাতে পুরস্কার ও সনদ তুলে দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। প্রতিযোগিতায় দুই বিভাগের ২৮ জন দাবারু অংশ নেন। এতে চ্যাম্পিয়ন হন ময়মনসিংহ বিভাগের গোলাম মোস্তফা ভূঁইয়া, রানার্স আপ হোন ময়মনসিংহ বিভাগের অভিক সরকার ও ও তৃতীয় স্থান অধিকার করেন সুনামগঞ্জ জেলার শোতাব্দু শোভন দে।
বিজয়ী তিনজন জাতীয় দাবা প্রতিযোগিতায় অংশ নেবেন।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য সচিব মাজহারুল মজিদ, সিলেটের ক্রীড়া অফিসার সনাতন জাহিক,
সদস্য সাব্বির আহমেদ চৌধুরী, এডভোকেট মোশতাক আহমেদ মম ও যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।