1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জাতীয় নীতিমালার ভিত্তিতে মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়ণ, ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণাসহ ২০দফা দাবী সেক্টর কমান্ডারস ফোরামের - মুক্তকথা
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন

জাতীয় নীতিমালার ভিত্তিতে মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়ণ, ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণাসহ ২০দফা দাবী সেক্টর কমান্ডারস ফোরামের

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ২ ডিসেম্বর, ২০১৭
  • ৮৭২ পড়া হয়েছে

রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘জাতীয় বীর উপাধি’ ব্যবহারের সনদ প্রদানের ঘোষণা দেয়ার দাবী জানিয়েছেন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারগন। একই সাথে বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনটিকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন তারা। সেক্টর কমান্ডারস ফোরাম, জাতীয় নীতিমালার ভিত্তিতে মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়ণেরও দাবি জানিয়েছেন পাশাপাশি তারা মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়ণে মন্ত্রী ও সাংসদদের অন্তর্ভুক্তি চান না।
যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুতে পাকিস্তানের অযাচিত হস্তক্ষেপ ও মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে গণহত্যার দায়ে অভিযুক্ত পাকিস্তানকে নিঃশর্ত ক্ষমাচাইতে বাধ্য করার দাবিও জোরকন্ঠে তুলেছে সেক্টর কমান্ডারস ফোরাম। তৎকালীন প্রশাসন ও সেনা সদস্যদের আন্তর্জাতিক আইন অনুযায়ী বিচারের সম্মুখীন করা, পাকিস্তানের কাছে পাওনা অর্থ আদায় করারও দাবি জানান তারা।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সেক্টর কমান্ডারস ফোরাম আয়োজিত এক আলোচনা সভা থেকে এ দাবি জানান হয়। একইসাথে যুদ্ধাপরাধীদের রাজনীতি নিষিদ্ধ, জাতীয় স্মৃতিসৌধসহ মুক্তিযুদ্ধের সব স্থাপনা এলাকায় তাদের প্রবেশ নিষিদ্ধ করে আইন প্রণয়ণের দাবির কথাও উচ্চারণ করেছেন সেক্টর কমান্ডারগন। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতাদের মন্ত্রিত্ব দেয়। তখন তাদের গাড়িতে জাতীয় পতাকা শোভা পেলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছিলেন মুক্তিযোদ্ধাগন। ওই সময় সেক্টর কমান্ডারস ফোরামের নেতৃত্বে গঠিত হয় ‘মুক্তিযোদ্ধাদের দাবি বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা দিবস উদযাপন জাতীয় কমিটি’। ২০০৪ সালের ১২ জানুয়ারি পল্টনে এক মহাসমাবেশ করার পর ওই বছর থেকেই সারা দেশে ১ ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে পালন করে আসছে ফোরাম।
অনুষ্ঠানের শুরুতে ফোরামের কার্যনির্বাহী পরিষদের সদস্য অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী ২০ দফা দাবি উত্থাপন করেন। পহেলা ডিসেম্বর ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি এ বিশ দফারই একটি।
যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া অব্যাহত রাখার পাশাপাশি রাজনীতিতে তাদের পরিবার ও পরবর্তী প্রজন্মের অধিকার রহিত করতে আইন প্রণয়ণের দাবিও জানিয়েছেন সেক্টর কমান্ডারগন।
মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়ণের দাবি জানিয়ে তারা বলেন, এই তালিকা প্রণয়ন করে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় সম্মান, অর্থনৈতিক-সামাজিক নিরাপত্তা প্রদান করতে হবে। তবে মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়ণে মন্ত্রী ও সাংসদদের অন্তর্ভুক্তি চায় না সেক্টর কমান্ডারস ফোরাম।
দেশের সব মুক্তিযোদ্ধাকে মাসিক ২০ হাজার টাকা সম্মানী ভাতা প্রদান করা, মৃত্যুর পর ‘বিশেষ ফান্ডের’ মাধ্যমে মুক্তিযোদ্ধার পরিবারকে এককালীন ১০ লাখ টাকা প্রদান ও মুক্তিযোদ্ধাদের ২০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ প্রদানের বিশেষ ব্যাংকিং সুবিধা প্রদানের দাবিও জানানো হয়।
সরকার বদলের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, মুক্তিযুদ্ধের নেতা বদল, রেডিও-টেলিভিশনের ভাষ্য বদলকে ‘রাষ্ট্রদ্রোহিতার সামিল’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায় সেক্টর কমান্ডারস ফোরাম। ইতিহাস বিকৃতি রোধে কঠোর শাস্তি প্রদানের বিধান সম্বলিত ‘বিশেষ আইন’ প্রণয়ণের দাবি জানায় ফোরাম।
দেশের সবকটি ইউনিয়ন পরিষদ ও পৌরসভা কার্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ করে সেগুলো স্থানীয় শহীদদের নামে নামাঙ্কিত করার দাবি জানান তারা।
মুক্তিযুদ্ধে ৩ নম্বর সেক্টরের কমান্ডার কে এম সফিউল্লাহ বলেন, “মুক্তিযোদ্ধাদের এখনও যথাযথ সম্মান প্রদর্শন করা হচ্ছে না। তাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে, কিছু আয়োজনে অতিথি করে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এটা সম্মান জানানোর যথাযথ উপায় নয়।
“তের বছর ধরে আমরা পহেলা ডিসেম্বরকে ‘মুক্তিযোদ্ধা দিবস’ হিসেবে উদযাপনের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানাচ্ছি। কিন্তু এখনো দাবি আদায় হয়নি। তবে আমরাও ছেড়ে দেবার নই।”
পরে সেক্টর কমান্ডারস ফোরামের সদস্যরা শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলে দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শুক্রবার সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আয়োজিত এ আলোচনা পর্বে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান কে এম সফিউল্লাহ, ভাইস চেয়ারম্যান আবু ওসমান চৌধুরী, মহাসচিব হারুন হাবীবসহ ফোরামের অন্যান্য সদস্যগন। খবর সূত্র: ‘বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’এর এই খবরটি তার ফেইচবুকে শেয়ার করে লিখেছেন জাসদ নেতা সাজ্জাদ হোসেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT