মৌলভীবাজার অফিস।। মৌলভীবাজারে জাতীয় পাট দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ”। দিবসটি উপলক্ষে বুধবার জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পুণরায় একই জায়গায় এসে শেষ হয়। এতে প্রশাসনের কর্মকর্তা, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রোকন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাবেক সংসদ সদস্য হুসনে আরা ওয়াহিদ, শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ সহ অন্যান্যরা। বক্তারা এ অঞ্চলে পাটের উৎপাদন কিভাবে বাড়ানো যায়, এ নিয়ে বক্তব্য রাখেন।