জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে
মৌলভীবাজার বাম জোটের বিক্ষোভ সমাবেশ।
নারী-শিশু ধর্ষণ-নির্যাতন ও পরিকল্পিত উচ্ছৃঙ্খল মানুষের সন্ত্রাস(মব সন্ত্রাস) বন্ধ করা, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা এবং নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে ২০ মার্চ’২৫ বৃহস্পতিবার বেলা ৪টায় বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলার বিক্ষোভ সমাবেশ মৌলভীবাজার চৌমুহনায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পরিচালনা করেন বাসদ জেলা সদস্য বিশ্বজিৎ নন্দী।
![]() |
সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য শ্রমিক নেতা রাহাত আহমেদ, উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মকবুল হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জহর লাল দত্ত।
সমাবেশে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জেলা সদস্য বাদল দাস, চারণ জেলা সংগঠক হৃদয় অধিকারী, উদীচী জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক রামেন্দ্র চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি জ্যোতিষী মোহন্ত প্রমুখ সংগঠনের নেতৃবৃন্দরা।