থানায় অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে
রাজনগরে জামায়াত নেতার উপর
দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলা
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় জামায়াত নেতার ওপর আ’লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারী বিকেলে উপজেলার মুন্সিবাজার ইউপির নিদনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের বাসিন্দা ও উপজেলা জামায়াতের এসিস্টেন্ট সেক্রেটারি শেখ মোঃ শাহাব উদ্দিন(৩৭) মৌলভীবাজার শহরে বসবাস করেন। প্রায়ই তিনি নিজ এলাকায় গিয়ে উন্নয়নমূলক সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসেন।পাশাপাশি তিনি এলাকায় সম্প্রতি একটি সালিশি বৈঠকেও গুরুত্বপূর্ণ কথা বলায় এলাকার আ’লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা তার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। বৃহস্পতিবার বিকেলে তিনি এলাকায় গেলে এরই জের ধরে তার মোটর সাইকেল আটকে তার উপর অতর্কিত ভাবে হামলা চালানো হয়।
তাৎক্ষনিক তারা একত্রিত হয়ে হামলা করার চেষ্টা করলে স্থানীয়রা এসে তাদের রক্ষা করেন। এসময় তার মোটরসাইকেল ভাংচুর করা হয়। পরে স্থানয়ীরা আহত শাহাব উদ্দিনকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে গুরুতর আহত মজিদ আলীকে জেলা সদর হাসপাতাল, মৌলভীবাজারে ভর্তি করা হয়।
পরে রাতেই আহত জামায়াত নেতা মোঃ শাহাব উদ্দিন রাজনগর থানায় বাদী হয়ে ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আসামীরা হলো মেদিনীমহল গ্রামের আব্দুল মালেক’র পুত্র রাজু মিয়া(২৫), একই গ্রামের মাহমুদ মিয়া’র পুত্র আব্দুল মালেক(৬০), মতিন সরকার’র পুত্র বাবুল মিয়া(৩০) ও মস্তাব মিয়া’র পুত্র ছাবুল মিয়া(২৫) সহ আরও ১০ জনকে অজ্ঞাত আসামী করা হয়। এ ঘটনায় রাতেই মামলা নং-৯(তাং ২৮ ফ্রেব্রুয়ারী) মামলাটি রেকর্ড করে এফআইআর করা হয়েছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোর্শেদুল হাসান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।