মুক্তকথা সংবাদকক্ষ।। জীবনচক্র থিয়েটার। নামে বেশ একটা সাহিত্য মিশ্রিত প্রগতিশীল ভাব উঁকি দেয়। মৌলভীবাজার শহরেই তাদের মূলধারার কাজ চলে। তাদের ভাষায় তারা গ্রামীন সংস্কৃতির বিকাশের লক্ষ্যে সকল পরিবেশনার পরিকল্পনা ও নির্মাণ করে থাকেন।
সংগঠনটির আদি-অন্ত অনেককিছুই আমরা জানতে পারিনি। কিন্তু গেল ৩মাস ব্যাপী নাট্যকর্মশালা সমাপ্ত করেছে মৌলভীবাজার শহরে। ছোট হোক বড় হোক যেকোন একটি কর্মশালা তাও আবার ৩মাসব্যাপী, এর কর্মব্যাপ্তী নিঃসন্দেহে গুরুত্বের দাবী রাখে। কোন নাটক কিংবা সাংস্কৃতিক আয়োজনের ৩মাসব্যাপী কর্মশালা খুব একটা তুচ্ছতাচ্চিল্য করে দেখার বিষয় নয়। সে কর্মশালা পরিচালনায় দু’জন কর্মীও ছিলেন। তারা হলেন জনাব মেহদী হাসান ও গবিন্দ রায় সুমন। যে কোন বিচারেই সে কর্মযজ্ঞের ব্যাপ্তি যেকোন মানুষের চোখে পড়ার মত। সেটিই তারা সমাপ্ত করেছেন অনেক আশায় বুক বেঁধে। একাজে সমাজের কোন একটি খালি যায়গা যে পূরণ হয়েছে তা নির্দ্বিধায় বলা যায়।
তাদের শেষ দিনের কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং কিছু কথা বলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিসবাউর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের প্রভাষক ও রসায়নের বিভাগীয় প্রধান মিঃ রফিউদ্দিন নিজাম। এতে আরো বক্তব্য রাখেন জীবনচক্র থিয়েটারের সিনিয়র সদস্য অজয় সেন ও জহির উদ্দিন চৌধুরী বাবর।