মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বীর মুক্তিযোদ্ধা, তেরশো বাহিনীর প্রধান বলে খ্যাত মোঃ আরজু মিয়া গতকাল রোববার বিকেল ৪ টায় উনার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।[আমরা শ্রষ্টার এবং নিশ্চয়ই তার কাছেই ফিরে যাবো]। আগামীকাল সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় উনাকে শেষ বিদায় জানানো হবে।
মৃত্যুকালে উনার বয়স ছিল আনুমানিক ৯৫ বছর। উনার মৃত্যুতে শ্রীমঙ্গলে শোকের ছায়া নেমে আসে।
তিনি সিলেট বেতারের পল্লীগীতির তালিকাভুক্ত শিল্পী ছিলেন। পাকিস্তান আমলে আনসার বাহিনীর প্লাটুন কমান্ডার ছিলেন। সে কারণে তিনি নিজেকে তেরশ বাহিনীর প্রধান হিসেবে পরিচয় দিতেন। তিনি ছিলেন সদালাপী, অমায়িক, নির্লোভ পরোপকারী একজন মানুষ।
প্রয়াতের জানাজার নামাজ আগামীকাল সকাল ১১.০০ ঘটিকায় টিকরিয়া শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে।