ঢাকা: ‘তুমি কি দেখেছো কভু, জীবনের পরাজয়…’। জীবন পরাজয়ের এমন মনমোহনী গান গেয়ে যার উত্থান সেই ঐন্দ্র্যজালিক কন্ঠের শিল্পী আব্দুল জব্বার খুবই অসুস্থ। জীবন নিয়ে যুদ্ধ করছেন হাসপাতালে। বর্তমানে তার কিডনির অবস্থা শোচনীয়, হার্টের ভাল্ব নষ্টসহ শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসায় বিশাল অংকের টাকার প্রয়োজন। সংবাদপত্রের খবর থেকে জানা গেছে ৮০ লাখ থেকে ১ কোটি টাকা প্রয়োজন হবে। আরো জানা গেছে মুক্তিযোদ্ধা এই শিল্পী আব্দুল জব্বারের চিকিৎসার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন। সকলের প্রিয় শিল্পী বেদনাবিদুর মনে হাসপাতালের বিছানায় শুয়ে কাঁদছেন এই ভেবে যে এত বড়ো অঙ্কের টাকা কিভাবে জোগাড় হবে?
স্বাধীনতা যুদ্ধের সময় দেশমায়ে শিল্পীপুত্র এই জব্বার হারমোনিয়াম গলায় ঝুলিয়ে সারা কলকাতার বিভিন্ন ক্যাম্পে ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধাদের গান গেয়ে উদ্ধুদ্ধ করেছেন। স্বাধীন বাংলা বেতারে তিনি অসংখ্য গান গেয়েছেন। ওই সময় তিনি বিশাল ভারতের বিভিন্ন স্থানে গলায় হারমোনিয়াম ঝুলিয়ে গণসংগীত গেয়ে সংগৃহ করেছিলেন ১২ লাখ টাকা। যা স্বাধীন বাংলাদেশ সরকারের তহবিলে দান করেছিলেন। আব্দুল জব্বার স্বাধীনতা পদক, একুশে পদকসহ বিভিন্ন আন্তর্জাতিক পদক পেয়েছেন। সকলের সুপ্রিয় সেই কণ্ঠযোদ্ধা এখন মৃত্যুশয্যায় থেকে জীবনের শেষ পরাজয় দেখার অপেক্ষায় কালাতিপাত করছেন।