1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেনে নেই পদ্মাসেতু বিষয়ে - মুক্তকথা
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ অপরাহ্ন

জেনে নেই পদ্মাসেতু বিষয়ে

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ৩০৩ পড়া হয়েছে
এক নজরে  বহুমুখী পদ্মা সেতু

নদী মাতৃক বাংলাদেশে নদীই মানুষের মা। একদিকে এ নদীগুলো যেমন মায়ের মমতা দিয়ে হাজার লাখো বছর ধরে তার প্রকৃতি ও মানুষের মাঝে স্নেহের পরশ মাখিয়ে লালন-পালন করে যাচ্ছে তেমনি সে নদ-নদী মাঝে মাঝে উন্মাতাল হয়ে সবকিছু ভাসিয়ে দেয়ার তাণ্ডবও ঘটায়। কত মানুষের জীবনকে স্তব্দ করে দিয়ে এসেছে তার হিসেব কেউই দিতে পারবে না। সেই তাণ্ডব ঘটন পটীয়সিদের একটি বাংলাদেশের প্রমত্তা পদ্মানদী।

প্রমত্তা পদ্মার মিঠা পানিতে যেমন বিশ্বের সেরা সুস্বাদু মাছ ইলিশের জন্ম হয় তেমনি সে পানি সাগরের সাথে মিশে যাওয়ার উন্মত্ততা নিয়ে দু’পার ভাসিয়ে বিপন্ন করে মানুষের জীবন। প্রমত্তা সেই পদ্মাকে এবার বাংলাদেশ জয় করে নিয়েছে। পদ্মার বুক চিরে গড়ে তুলেছে বিশ্বের ১২২তম দীর্ঘ সেতু। প্রমত্তা পদ্মার বুকে আলো ঝলমলে বাংলাদেশের স্বপ্নের সেতু। পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তের ৪১৫টি বাতি এক সাথে জ্বলে উঠে জানান দিল এবার পদ্মাকে আমরা জয় করে নিলাম।

জেনে নেই পদ্মাসেতু বিষয়ে সব তথ্যঃ-

* বিশ্বের ১২২ তম দীর্ঘ সেতুর পুরো নাম ‘পদ্মা বহুমুখী সেতু’
* সেতুটি নির্মাণের জন্য ৯১৮ হেক্টর জমি অধিগ্রহণ করা হয়েছে
* এই সেতুর নির্মাণ প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড
* সেতুর নকশা প্রণয়ন করেছে আমেরিকার মাল্টিন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ফার্ম AECOM
* সেতুটির দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার (২০,২০০০ ফুট)
* প্রস্থ ১৮ দশমিক ১০ মিটার (৫৯.৪ ফুট)
* নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালের ৭ ডিসেম্বর
* সেতুটি রক্ষণাবেক্ষণ করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং তদারকির দায়িত্ব পালন করছে কোরিয়ান এক্সপ্রেসওয়ে ও বাংলাদেশ সেনাবাহিনী।
* সেতুর নিকটতম সেনানিবাস হলো পদ্মা সেনানিবাস।
* প্রতিদিন গড়ে ৭৫ হাজার যানবাহন চলাচল করবে।
* ভূমিকম্প সহনশীল মাত্রা ৯
* সেতুটির ভায়াডাক্ট ৩ দশমিক ১৮ কিলোমিটার এবং পিলার ৮১টি। মোট স্প্যান সংখ্যা ৪১।
* প্রতিটি স্পেনের দৈর্ঘ্য ১৫০ মিটার এবং প্রতিটি স্পেনের ওজন ৩ হাজার ২০০ টন।
* সেতুর স্থানাঙ্ক ২৩.৪৪৬০ ডিগ্রি (উত্তর) এবং ৯০.২৬২৩ ডিগ্রি (পূর্ব)
* পানির স্তর থেকে এই অত্যাধুনিক সেতুর উচ্চতা ৬০ ফুট এবং এর পাইলিং গভীরতা ৩৮৩ ফুট
* সেতুর উপরের তলায় চার লেনের সড়ক এবং নিচতলায় থাকবে রেললাইন
* সংযোগ সড়ক হচ্ছে জাজিরা ও মাওয়া
* সংযোগ সড়কের দূরত্ব ১৪ কিলোমিটার
* দুই পাড়ে নদী শাসন ১২ কিলোমিটার
* এই সেতু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২৯টি জেলার সঙ্গে সংযোগ ত্বরান্বিত হবে।
সূত্রঃ pmo_library

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT