1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত - মুক্তকথা
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির
নির্বাচন স্থগিত

রাজন হোসেন তৌফিকুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির দাবির পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে। আইনজীবী সমিতির সভাপতি পদে আওয়ামী লীগ নেতার প্রার্থিতা বাতিলের দাবির পর নির্বাচন কমিশন স্থগিতের এই সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির ২০২৫-২৬ সালের এই নির্বাচন হওয়ার কথা ছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নির্বাচনে সভাপতি পদে দু’জন প্রার্থীর মধ্যে একজন হচ্ছেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এ এস এম আজাদুর রহমান। গতকাল বুধবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা আওয়ামী লীগ নেতা আজাদুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানান। এই দাবিতে আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে তাঁরা অবস্থান নেন। পরে নির্বাচন কমিশন, জ্যেষ্ঠ আইনজীবীসহ সমিতির উপস্থিত সদস্যরা তাৎক্ষণিক বৈঠকের মাধ্যমে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেন। গতকাল রাত আটটার পর নির্বাচন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

 

ঘোষণায় বলা হয়েছে, জেলা আইনজীবী সমিতির আগামী ১৩ ফেব্রুয়ারি ২০২৫ সালের নির্বাচন অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরে সমিতির সংবিধান অনুসারে নির্বাচনের বিষয়ে সবাইকে অবগত করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি কাজী মনজুর আহমেদ বলেন, ‘আমরা আওয়ামী লীগের আজাদুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছি। তাঁর বিরুদ্ধে মামলা আছে। এই দাবিতে আমরা বারের সামনে অবস্থান করি। রাতে নির্বাচন স্থগিতের কথা জানানো হয়।

জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কমিশনার মামুনুর রশীদ বলেন, ‘আজাদুর রহমানের প্রার্থিতার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপত্তি দিয়েছে। তাদের আপত্তির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন, সিনিয়র-জুনিয়র আইনজীবীসহ কমিটির সদস্যরা রাতে বৈঠক করেন। বৈঠকে নির্বাচন সাময়িক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী দুই–তিন দিনের মধ্যে আলোচনা করে নির্বাচনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT