প্রনিত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ।। মৌলভীবাজার জেলা তথ্য অফিস উদ্যোগী হয়ে একটি গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়ে “মহিলা সমাবেশ” আয়োজন করে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এই “মহিলা সমাবেশ”এর আয়োজন করা হয়েছিল।
এ উপলক্ষে, গত বুধবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বায়েজিদ খান। জেলা তথ্য অফিসার মোঃ সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক মনজুর আজাদ মান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি সভাপতি পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন, সিলেট বিভাগের সাবেক শ্রেষ্ঠ এসএমসি সভাপতি এডভোকেট মো: সানোয়ার হোসেন, পিটিএ সভাপতি হাজী কামাল উদ্দিন, প্রধান শিক্ষিকা ছালেহা মাহমুদ, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক তাজউদ্দিন আহমদ, মঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশাহীদ আলী প্রমুখ।