জেলা প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপ বিশাল এক সম্ভাবনার দ্বার খুলে দিল
বিশেষ প্রতিনিধি॥
-
প্রকাশকাল :
বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
-
৪১০
পড়া হয়েছে
কৃষকদের আন্দোলনের প্রতি ইতিবাচক সাড়া দিয়ে জেলা প্রশাসনের দেয়া আশ্বাস এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। প্রশাসনের আশ্বাস অনুযায়ী নতুনভাবে ২ মেগাওয়াট বিদ্যুৎ সংযোজন করা হয়েছে, আমন চাষাবাদের লক্ষ্যে হাওর সেচ দিয়ে পানির মাত্রা নামিয়ে আনার উদ্দেশ্যে।
|
 |
জানা গেছে এ লক্ষ্যে কাশিমপুর সেচগৃহে(পাম্প হাউজ) বিরামহীনভাবে সেচের কাজ করছে ৮টি মেশিন। মেশিনগুলো চালু রেখে দিন-রাত পানি নিস্কাশন করা হচ্ছে। ফলে কৃষকদের জীবন গগণে আনন্দের রংধনু জেগে উঠেছে। কাউয়াদীঘি হাওরের কৃষকেরা দেরিতে হলেও এখন রোপা আমন চাষাবাদ করতে পারবেন এমন বিশ্বাস তাদের মনে জাগিয়ে তুলেছে স্থানীয় জেলা প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপ। |
নিউজটি শেয়ার করতে বাটনের উপর ক্লিক করুন
এ জাতীয় সংবাদ