শ্রীমঙ্গলের বিএনপি নেতা মহসীন মিয়া’র মুক্তি চাইলেন
জেলা বিএনপির আহবায়ক ময়ুন
গত ১ এপ্রিল, আহবায়ক- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা নাম ও পদবীতে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটি’র সদস্য, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসীন মিয়া মধুকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে মুক্তি চাইলেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) মৌলভীবাজার জেলা আহবায়ক কমিটি’র সদস্য, শ্রীমঙ্গল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এবং শ্রীমঙ্গল পৌরসভার চার বারের নির্বাচিত জনন্দিত মেয়র জনাব মহসীন মিয়া মধুকে গ্রেফতারের প্রতিবাদ জানাই। জনাব মহসীন মিয়া মধু বিজ্ঞ রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবক, পরোপকারী, তিনি দেশ ও সমাজ বিনির্মানে কাজ করে চলছেন। আমি অবিলম্বে তাঁহার মুক্তি দাবি করছি’।