মৌলভীবাজারের রাজনৈতিক জোড়া খুনের ঘটনায় প্রবাসে অবস্থানরত মৌলভীবাজারের জনগুষ্ঠীর অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন নিজেদের ফেইচবুক, টুইটার ও অন্যান্য গণমাধ্যমে। তেমনি একজন মোহাম্মদ চৌধুরী রাণা, যিনি নব্বুইয়ের দশকে রাজনগর উপজেলা চেয়ারম্যান ছিলেন, তার ফেইচবুকে হত্যাকান্ডের নিন্দা জানিয়ে লিখেছেন-“দুনিয়ার মানুষেরা যখন মংগল গ্রহের বাসিন্দা হতে প্রতিযোগিতায় নেমেছে তোমাদের শহরের কিছু অসৎ বাসিন্দারা রাজনৈতিক বিবাদের বা গ্রুপিয়ের নামে মায়েদের বুক খালি করার প্রতিযোগিতায় নেমেছে। সেলিনা চৌধুরী নামের আমার প্রিয় ছোট বোনটির ছেলে সহ আরও একটি ছেলেকে খুন করা হলো সম্প্রতি ঐ শহরে।” তিনি হতবাক হয়েছেন এই দেখে যে দিনে-দুপুরে এতোবড় জোড়াহত্যাকান্ডের পর শহরের সুশীল সমাজে কোন প্রতিবাদ প্রতিক্রিয়া নেই! তার উপলব্দি আর জিজ্ঞাসা, মৌলভীবাজারের রাজনীতি কি এতই পেছনের দিকে চলে গিয়েছে যে দিনে-দুপুরে খুনা-খুনির পরও সমাজ তার প্রতিবাদ করবে না! তিনি এই নিচু মানের দলাদলি অবলোকনে তার নিজের ভাষায় নিন্দা করেছেন। তার এই প্রতিবাদ ও শোকবার্তায় শরিক হয়েছেন আরো ৭০জন। আমরাও তার সাথে এ ঘটনার নিন্দা ও দোষীদের কঠোর শাস্তি দাবী করছি।