1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নাই - মুক্তকথা
সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:২০ অপরাহ্ন

জ্ঞান অর্জনে বই পড়ার বিকল্প নাই

সংবাদ বিজ্ঞপ্তি॥
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৫৩৩ পড়া হয়েছে

-বইমেলার উদবোধন কালে পরিবেশমন্ত্রী

ঢাকা, ২৫ মার্চ, বৃহস্পতিবার॥ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বই মানুষের জ্ঞানের দরজা খুলে দেয়। নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি জানতে বই পড়ার বিকল্প নাই। নিজে বই পড়তে হবে, অন্যদেরও বই পড়ায় উদবুদ্ধ করতে হবে। জ্ঞান অর্জনে বই পড়ার কোনো বিকল্প নাই।
বৃহস্পতিবার(২৫ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মৌলভীবাজারের বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বড়লেখা নজরুল একাডেমী আয়োজিত তিনদিন ব্যাপী ব‌ই মেলা ঢাকাস্থ সরকারি বাসভবন হতে ভার্চুয়ালী উদবোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
বর্তমান প্রজন্ম ফেসবুক-সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে আসক্ত হয়ে বই পড়া ভুলতে বসেছে উল্লেখ করে পরিবেশমন্ত্রী বলেন, ফেসবুক বইয়ের বিকল্প নয়। জ্ঞানার্জনের মাধ্যমে নিজেকে যুগোপযোগী করে গড়ে তুলতে অবশ্যই বই পড়তে হবে। বর্তমান প্রজন্মকে আবার বই পড়ার দিকে ফিরিয়ে আনতে বই মেলার নিয়ে আসার জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি আহবান জানান। নজরুল একাডেমির একজন উপদেষ্টা হিসেবে আর্থিক সহায়তার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, এধরনের কাজে সবাইকে এগিয়ে আসতে বলেছেন।
পরিবেশমন্ত্রীর পক্ষে ফিতা কেটে বই উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ উদ্দীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান, পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী, সহকারী কমিশনার(ভূমি) নুসরাত লায়লা নীরা, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার,‌ কথা সাহিত্যিক আকমল হোসেন নিপু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, এপিপি গোপাল দত্ত বাবলু, সাবেক অধ্যক্ষ অরুন দাস, বইমেলা উদযাপন কমিটির আহ্বায়ক জুনেদ রায়হান রিপন প্রমুখ। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ঢাকা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT