1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
টিভি নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরীর সম্মাননা সভা - মুক্তকথা
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন

টিভি নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরীর সম্মাননা সভা

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮
  • ৩৭৯ পড়া হয়েছে

সম্মাননা সভায় উপস্থিত সুধিবৃন্দ

লণ্ডন।। টিভি নাট্যকার খালেদ চৌধুরীর সম্মানে লণ্ডনের “জাগো শাহবন্দর” ওয়াটসেপ গ্রুপ এক সম্মাননা সভার আয়োজন করে। লণ্ডন, কেমডেন শহরের ড্রুমণ্ড স্ট্রীটের ‘চাটনি’ রেস্তোরাঁয় আজ মঙ্গলবার ২৪শে এপ্রিল সন্ধ্যা ৭টায় আয়োজিত উক্ত সভায় খালেদ চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান শাহবন্দর যুব সংস্থা ও জাগো শাহবন্দর ওয়াটসেপ গ্রুপের সকল কর্মীবৃন্দ। 
এর পর শুরু হয় খালেদ চৌধুরী, তার কর্ম , ওয়াটসেপ গ্রুপ ও শাহবন্দর এলাকা ভিত্তিক বিষয়ের উপর আলোচনা। এতে আলোচকগন খালেদ চৌধুরীর নাট্যকর্মসহ সমাজ ও সংস্কৃতি উন্নয়নে তার সৃষ্টিধর্মী কাজকর্মের ভূয়সি প্রশংসা করে বক্তব্য রাখেন।

ছবিতে বা থেকে সভাপতি মোশাহিদ আহমদ, বিশেষ অতিথি তৌহিদ আহমদ চৌধুরী, প্রধান অতিথি সাংবাদিক হারুনূর রশীদ, টিভি নাট্যকার খালেদ চৌধুরী ও বিশেষ অতিথি হারুন আহমদ।

বক্তব্যে অংশ নেন সৈয়দ আহমদ, ইসতিয়াক আহমদ, আব্দুল বাকী সুহেল, মোহাম্মদ রেজাউল করিম রাজা, শাহী আহমদ, সেলিম আহমদ সোহেল, মুকিত আহমদ, জুবের আহমদ, খোকন আহমদ, জুবেল আহমদ, জুবের আহমদ, আব্দুস শহীদ সাইদ, জিলানী চৌধুরী, হারুন আহমদ, তৌহিদ চৌধুরী, হারুনূর রশীদ ও খালেদ চৌধুরী। সভার শুরুতে কোরাণ থেকে পাঠ করেন আব্দুল বাকী সুহেল। 
সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তকথা সম্পাদক, লেখক সাংবাদিক গবেষক হারুনূর রশীদ এবং  বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলার জিলানী চৌধুরী জিবু, হারুন আহমদ ও তোয়াহিদ চৌধুরী।
 সভায় একটি স্বলিখিত সম্মাননাপত্র পাঠ করে খালেদ চৌধুরীকে উপহার দেন কবি আতাউর রহমান মিলাদ।
 সভায় সভাপতিত্ব করেন মোশাহিদ আহমদ এবং পরিচালনা করেন রফিকুল ইসলাম রেণু। 
সভায় সান্ধ্যভোজের আয়োজন ছিল তৃপ্তিদায়ক।

স্বলিখিত সম্মাননাপত্র পাঠ করছেন কবি আতাউর রহমান মিলাদ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT