1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ট্রাফিকের চাঁদাবাজির প্রতিবাদে ছাতকে সড়ক অবরোধ - মুক্তকথা
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন

ট্রাফিকের চাঁদাবাজির প্রতিবাদে ছাতকে সড়ক অবরোধ

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৩৩ পড়া হয়েছে

একটি প্রতিকী ছবি।

ছাতক সংবাদদাতা।। ছাতকে ট্রাফিক পুলিশের অব্যাহত চাঁদাবাজির প্রতিবাদে দু’ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার ১৩ফেব্রুয়ারি রাত ৭টা থেকে গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। এসড়কে অবস্থিত সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি পয়েন্টে দায়িত্বরত ট্রাফিক পুলিশের টিএসআই অহিদুজ্জামানের অব্যাহত চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষুব্ধ শ্রমিকরা এ অবরোধ পালন করেছে বলে জানা গেছে।
এতে ট্রাক, অটো টেম্পু-অটো রিকশা, মাইক্রোবাস, হুইম্যানহলারসহ ৪টি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ অংশ নেয়। নেতৃবৃন্দ টিএসআই ওহিদুজ্জামানের বিরুদ্ধে গাড়ির কাগজপত্র চেকিংয়ের নামে মামলা দিয়ে অহেতুক হয়রানিও ব্যাপক চাঁদাবাজির অভিযোগ এনে অবিলম্বে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ১৩ফেব্রুয়ারি বিকেলে সিলেট থেকে গোবিন্দগঞ্জমুখি (ঢাকা মেট্রো-চ ১১-৯৭৭২) নোহা ও দূর্ঘটনা কবলিত লাইটেস (সিলেট-চ-১১-০৩০৭) মেরামতে যাবার পথে প্রায় ৪ঘন্টা আটকে রেখে টাকা দাবি করেন।
প্রত্যহ এধরণের হয়রানির অভিযোগে অবরোধ শেষে ছাতক-গোবিন্দগঞ্জ মাইক্রোবাস শাখার সভাপতি আবদুল আউয়ালের সভাপতিত্বে ও সম্পাদক আছবর আলীর পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ৪টি ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন, জলাল আহমদ, মাসুক মিয়া, রায়হান আহমদ, আফরোজ জামান রাজু, রুবেল আহমদ, খালেদ আহমদ, মঈনুদ্দিন, নজির আহমদ, শাওন মিয়া, আজাদ মিয়া, তারেক আহমদ, লায়েক আহমদ প্রমূখ।
এতে জাউয়াবাজার, দক্ষিণ সুনামগঞ্জের পাগলাবাজার, দিরাই, সুনামগঞ্জ, ছাতক ও সিলেট রাস্তাসহ গুরুত্বপূর্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। পরে ছাতক থানার ওসি আতিকুর রহমান ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানের আশ্বাসে তারা অবরোধ স্থগিত করে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT