ঢাকা: দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গাদের ঠেঙ্গারচরেই পুনর্বাসনের ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। তিনি আরো বলেছেন, এ ব্যাপারে কে কী বললো না বললো তা শোনা যাবে না। ঠেঙ্গারচর আমাদের রাষ্ট্রেরই একটি অংশ। সুতরাং সেখানে পুনর্বাসন করলে ক্ষতি কী?
পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, দাতারা রোহিঙ্গাদের জন্য কীভাবে সহযোগিতা করবে সে বিষয়ে খোঁজখবর নেন। দাতাদের সহযোগিতা পেলে ঠেঙ্গারচরেই রোহিঙ্গাদের বসবাসের জন্য উপযুক্ত বাড়ি-ঘর তৈরি করে দেয়া হবে।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর অনির্ধারিত এক আলোচনায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। মন্ত্রিপরিষদের একাধিক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। শেয়ার করুন! (বাংলাটপনিউজ২৪.কম সংবাদ)