‘ডিজিটাল বাংলাদেশ অর্জন উপকৃত সকল জনগণ’ এই প্রতিপাদ্যে মৌলভীবাজারে উদযাপিত হয় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১’।
দিবসটি উপলক্ষ্যে রোববার (১২ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে শহরের শহিদ মিনার প্রাঙ্গনে জেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় বঙ্গবন্ধু ম্যুরাল পুস্তপ্তবক অর্পন শেষে র্যালসিহকারে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সেমিনার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া,পৌর মেয়র মো: ফজলুর রহমান।
সেমিনারে উপস্থিত ছিলেন,সাংবাদিক, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, আইসিটি স্পেশালিষ্ট, ফ্রীলান্সার, ইউডিসি উদ্যোক্তাবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীবৃন্দ।