1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ডিসেম্বর থেকে বৃটিশ পাসপোর্ট - মুক্তকথা
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

ডিসেম্বর থেকে বৃটিশ পাসপোর্ট

সৈয়দ সায়েদ আহমদের ফেইচ বুক থেকে
  • প্রকাশকাল : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ পড়া হয়েছে

ডিসেম্বর থেকে ব্রিটিশ পাসপোর্ট আসছে নতুন সাজে
রাজা চার্লসের প্রতীকী নক্সা যুক্ত হবে মলাটে


আগামী ডিসেম্বর থেকে জারি করা সব নতুন যুক্তরাজ্য পাসপোর্টে যুক্ত হচ্ছে রাজা তৃতীয় চার্লসের প্রতীকী নক্সা(‘কোট অব আর্মস’)। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়(হোম অফিস) জানিয়েছে, এই পরিবর্তনের মধ্য দিয়ে পাসপোর্টে যুক্তরাজ্যের চার জাতির প্রাকৃতিক সৌন্দর্যও নতুনভাবে উপস্থাপন করা হবে।

নতুন ডিজাইনের পাসপোর্টে দেখা যাবে স্কটল্যান্ডের বেন নেভিস, ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্ট, ওয়েলসের থ্রি ক্লিফস বে এবং নর্দার্ন আয়ারল্যান্ডের জায়ান্টস কজওয়ের মনোরম দৃশ্য। এটি ব্রিটিশ পাসপোর্টের গত পাঁচ বছরে প্রথম পূর্ণাঙ্গ পুনঃনকশা।

সর্বশেষ পরিবর্তন এসেছিল ব্রেক্সিটের পর, যখন পাসপোর্টের রং বারগান্ডি থেকে গাঢ় নীল করা হয়। যুক্তরাজ্য সরকারের ভাষ্যমতে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতীকী নক্সা সম্বলিত পুরোনো পাসপোর্টগুলো মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বৈধ থাকবে।

২০২৩ সাল থেকেই পাসপোর্টে লেখা থাকছে “তাঁর মহিমা” অর্থাৎ “His Majesty”। তবে কভারে তখনও ব্যবহৃত হচ্ছিল রানি এলিজাবেথের প্রতীকী নক্সা(কোট অব আর্মস)। নতুন নকশায় রাজা চার্লসের প্রতীকী নক্সায় থাকবে তাঁর নির্বাচিত টিউডর মুকুট, যা তিনি ২০২২ সালে সিংহাসনে আরোহণের সময় নিজের রয়্যাল সাইফার হিসেবে গ্রহণ করেছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT