1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ডেঙ্গু প্রতিরোধে শুরু করা হয়েছে মশক নিধন কার্যক্রম - মুক্তকথা
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:২৭ পূর্বাহ্ন

ডেঙ্গু প্রতিরোধে শুরু করা হয়েছে মশক নিধন কার্যক্রম

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশকাল : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ৫৯৯ পড়া হয়েছে

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার(২৬ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে পৌর এলাকায় মশক নিধন কর্মসূচীর উদ্বোধন করেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, সাদ উদ্দিন, তানিয়া আক্তার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী প্রমুখ।

পরে মশক নিধন কর্মসূচি উপলক্ষে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়। এর আগে মেয়র মহসিন মিয়া মধুর নেতৃত্বে এক র‍্যালী পৌরসভা চত্তর থেকে বের হয়ে শহরের ষ্টেশন রোডে এসে শেষ হয়।

এসময় শ্রীমঙ্গল পৌর মেয়র মহসিন মিয়া বলেন, সারাবছরই পৌর এলাকায় মশার ওষুধ ছিঁটানো হয়। এখন যেহেতু সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে তাই আমরা মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছি। পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের এ বিষয়ে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেয়া হয়েছে। মেয়র ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির উঠান, আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT