লন্ডন।। দু’জন বিরুধী রাজনীতিককে সে দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে অসম্মানজনক কথা বলার অপরাধে শাস্তুি দিয়েছে আদালত। ঘটনাটি তানজানিয়ার। তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলির বিরুদ্ধে অসৌজন্যমূলক শব্দ ব্যবহার করায় সে দেশের আদালত জোসেফ এমবিলিয়িনি ও এমানুয়েল মসঙ্গা নামের দু’জন বিরুধী রাজনীতিককে ৫মাসের কারাদণ্ড দিয়েছে।
এই কারাদণ্ডের বিরুদ্ধে আমেরিকা ভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ফ্রিডম হাউস’ একটি বিবৃতি দিয়েছে।
বিবৃতিতে ফ্রিডম হাউসের আফ্রিকা কর্মসূচীর পরিচালক জন তেমিন বলেছেন, আদালতের এই সাজা, তাঞ্জানিয়ায় যে মানুষের গণতান্ত্রিক অধিকার খাটো হয়ে আসছে তারই প্রমাণ। তাঞ্জানিয়ায় মানবাধিকার কর্মী ও রাজনৈতিক কর্মীদের উদাও করে দেয়া এবং ধরে নিয়ে খুন করা, বিশেষতঃ সাম্প্রতিক মাসগুলোতে এসব ঘটেছে যা রাজনৈতিক দমন-পীড়ন বেড়ে যাওয়ার প্রমান বহন করে। এসব ঘটনা, মানবাধিকার রক্ষা ও গণতান্ত্রিক শাসন পরিচালনার পক্ষে তানজানিয়ার প্রতিশ্রুতির প্রশ্নে গুরুতর উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলে ফ্রিডম হাউস মনে করে।