মুক্তকথা: রোববার ১৭ই জুলাই ২০১৬::গত শুক্রবারের ব্যর্থ সামরিক অভ্যিত্থানের পর এ পর্যন্ত তুরস্কে ৬হাজার মানুষকে বন্ধী করা হয়েছে এবং এ সংক্ষ্যা বাড়তে পারে। বলেছেন তুরস্কের বিচার মন্ত্রী বেকির বুজদাগ। বিপুল পরিমাণ এই গ্রেপ্তারে উচ্চ পদের সামরিক ব্যক্তিত্বসহ রয়েছেন ২৭০০জন বিচারক। ৫০জনেরও বেশী উচ্চপদাসীন সামরিক বাহিনীর কর্মকর্তাকে আটক করা হয়েছে দেশের পশ্চিম প্রান্তের প্রদেশ দেনিজিল থেকে আজ রোববার।(আরও দেখুন)