লন্ডন: রোববার, ২ বৈশাখ ১৪২৪।। তুরস্কের গণভোটে বিজয়ী হয়েছেন দেশটির প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান। তিনি বলেছেন তার ক্ষমতা বাড়িয়ে নিতে তিনি স্পষ্টতই সংখ্যাগরিষ্ঠের সমর্থন পেয়েছেন এবং এখন সাংবিধানিক সংস্কার বাস্তবায়িত হবে। বিশ্লেষকরা বলছেন এটা হবে আধুনিক তুরষ্কের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক সংস্কার।
এ গণভোটে তুরস্কের মানুষ ভোট দিয়েছে হ্যাঁ ও না ভোটে। মিস্টার এরদোয়ান যখন নিজেকে বিজয়ী দাবি করছিলেন তখন পর্যন্ত ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। আর তাতে হ্যাঁ ভোটের পক্ষে ছিলো ৫১দশমিক ৩৫ ভাগ আর না ভোটের পক্ষে পড়েছে ৪৮ দশমিক ৬৫ ভাগ ভোট। নির্বাচনে জয়ের সম্ভাবনা দেখেই রাস্তায় নেমে এসেছে মিস্টার এরদোয়ানের সমর্থকরা।
ক্ষমতাসীন একে পার্টির সদরদপ্তরে সমর্থকরা ভীড় করে এবং তারা শ্লোগান দিয়ে, গাড়ীর হর্ণ বাজিয়ে উল্লাস প্রকাশ করে। তার সমর্থকদের দাবি প্রেসিডেন্ট নির্বাহী ক্ষমতা পেলে তা দেশকে উন্নত করবে। দেশটির প্রধান দুটি বিরোধী দল ফল এখনো মেনে নেয়নি। বিরোধীরা নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন। তারা বলছেন রাষ্ট্রীয় গণমাধ্যম ভোটের হিসেবে গড়মিল করেছে এবং তারা একে সুপ্রিম ইলেকশন বোর্ডে চ্যালেঞ্জ করা হবে বলে জানিয়েছে।