লন্ডন: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘তেঁতুল হুজুর চক্র একটি ধর্মবিরোধী চক্র। এরা হলো রাজাকারপন্থি, পাকিস্তানপন্থি ও জঙ্গিপন্থি। তেঁতুল হুজুর চক্র বাংলাদেশের কোনো আলেম-ওলামার প্রতিনিধিত্ব করেন না।’
তিনি বলেন, ‘তেঁতুল হুজুর চক্র আসলে একটি রাজনৈতিক মোল্লা চক্র। এদের সঙ্গে মহাজোটের রাজনৈতিক সমঝোতার প্রশ্নই ওঠে না।’
মঙ্গলবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী হাসানুল ইনু একথা বলেন।
এসময় তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে রাজনীতি করতে হলে স্বাধীনতার ঘোষণা, জাতির পিতা ও ২৫ মার্চের কালরাতকে মানতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে চাইলে রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী ও জামায়াতকে ছাড়তে হবে। তবেই তারা রাজনীতির উপযোগী হবে।’
এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি হাজী গোলাম মহসিনসহ জাসদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। -ইত্তেফাক
নিউজটি শেয়ার করতে বাটনের উপর ক্লিক করুন