1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ ও নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা - মুক্তকথা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৭:২২ পূর্বাহ্ন

দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ ও নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কমলগঞ্জ প্রতিনিধি ও বিশেষ বার্তাপরিবেশক
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৬২৭ পড়া হয়েছে

কমলগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, কর্মচারী, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিদের সাথে মত বিনিময় করেছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন।

উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এড: এএসএম আজাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।

 

আলোচনায় অংশ নেন লেখক-গবেষক আহমদ সিরাজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, আনন্দ মোহন সিংহ, জয়নাল আবেদীন, কুল চন্দ্র তাঁতী, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, আসিদ আলী, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন, অধ্যাপক শাহাজান মানিক, প্রধান শিক্ষক মো. আব্দুল মুনিম, ইসলামিক ফাউ-েশন এর ফিল্ড সুপারভাইজার মাও: ইকবাল হোসেন, গণমাধ্যম কর্মী শাব্বির এলাহী, চা শ্রমিক নেতা ধনা বাউরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করা হয়।

এর আগে মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমলগঞ্জ পৌরসভা, উপজেলা ভূমি অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও কমলগঞ্জ থানা পরিদর্শন করেন। এছাড়া তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ, কালবৈশাখী ঝড়ে এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করেন। বিকেলে মণিপুরি ললিতকলা একাডেমিসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে।

জনস্বাস্থ্য বিভাগের হাওর অঞ্চলের প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ

মৌলভীবাজারে জনস্বাস্থ্য বিভাগের হাওর অঞ্চলের পায়খানার উন্নতি ও পানির উতস ব্যবহারকারী দলের প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ হয়ে গেলো। জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তর বাস্তবায়াধীন হাওর অঞ্চলে টেকসই পানি সরবরাহ, স্বাস্থ্য ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি উন্নয়ন প্রকল্প-এর আওতায় উন্নত পয়ঃ ব্যবস্থা ও পানির উতস ব্যবহারকারী দলের প্রতিনিধিদের দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল(৩০মে) বুধবার সকালে জনস্বাস্থ্য প্রকৗশল অধিদপ্তরের আয়োজনে এবং ‘সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস'(এসবি এসএস) সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৗশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

 

উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারি প্রকৌশলী স্বপন চাকমা এর সভাপত্বি এবং সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস(এসবি এসএস) জেলা সম্বয়কারী পরিতোষ দেব এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনস্বাস্থ্য প্রকৗশল অধিপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: খালেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা ‘পলিসি ফোরামে’র সভাপতি নজরুল ইসলাম মুহিব।

কর্মশালায় বক্তব্য রাখেন উন্নত পায়খানা ও পানির উতস ব্যবহারকারী দলের প্রতিনিধি সিতার আলী, আরিফুল ইসলাম, শাহাদত হোসেন পূলক, সুমন দোসাত প্রমূখ।

জনসাস্থ প্রকৌশল অধিদপ্তর বাস্তবাধীন হাওর অঞ্চলে টেকসই পানি সরবরাহ, স্বাস্থ্য ব্যবস্থা ও বিধি উন্নয়ন প্রকল্প এর প্রচারের আওতায় জেলার ৭টি উপজেলায় বিভিন্ন গুলোতে প্রচারপত্র বিতরণ, প্রাচীরপত্র লাগানো, জনসচেতনতামূলক প্রচার, উঠান বৈঠক, কর্মশালা, চা দোকানে বৈঠক, সচেতনতামূলক পরিচালনা চালিয়ে আসছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT