মুক্তকথা: সোমবার, ২৯শে আগষ্ট ২০১৬।। হাসপাতাল থেকে কোনো সহযোগীতা এমনকি স্ত্রীর লাশ নিয়ে যেতে অ্যাম্বুলেন্সও পাননি অসহায় এক স্বামী। অত:পর মৃত স্ত্রীকে কাঁধে নিয়েই ৬০ কিলোমিটার দূরের বাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করেছিলেন ভারতের ওড়িশার কালাহান্ডি জেলার দানা মাঝি। নৈরাশায় আশা চিত্তাকর্শনকারী চমৎকার এই খবরটি দিয়েছে বিডিলাইভ২৪.কম আজ।
মৃত স্ত্রীর লাশ নিয়ে প্রায় ১০ কিলোমিটার পথ পাড়িও দিয়েছিলেন তিনি। তবে এরপর এক সাংবাদিকের নজরে এলে তার তৎপরতায় বাকি পথটুকু অ্যাম্বুলেন্সেই নিয়ে যাওয়া হয় লাশ।
আর এ কাহিনি রীতিমত আলোড়ন তুলেছে বিশ্ব গণমাধ্যমে। তার অসহায় সেই ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এরপর ভারতের অনেকে তার দিকে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছেন।
তবে নতুন খবর হলো- আন্তর্জাতিক একটি চ্যানেলে খবর দেখার সময় বাহরাইনের প্রধানমন্ত্রীর চোখে পড়ে যায় দানা মাঝির এই ছবি। খবর দেখার পরই বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খালিফা বিন সলমন আল খালিফা ঠিক করেন, দানা-কে আর্থিক সাহায্যে পাঠাবেন।
দ্য গাল্ফ ডেইলি নিউজের রিপোর্টে লেখা হয়েছে, ”প্রধানমন্ত্রী এই খবর দেখে খুবই হতাশ হয়ে পড়েন। তিনি অনুভব করেন, এই মানুষটির জন্য মানবিকতার খাতিরেই কিছু করা উচিত তার। তিনি শুধুমাত্র দাঁড়িয়ে এই ঘটনা দেখতে পারেন না। সেই মতো তার দপ্তর থেকে ভারতের বাহরাইন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। দূতাবাসের মাধ্যমেই তিনি দানা মাঝি এবং তার পরিবারকে আর্থিক সাহায্যে পাঠাবেন।’
যদিও টাকার অঙ্ক উল্লেখ করা হয়নি তবুও অংকের পরিমান এখানে বড় কথা নয়, আসল কথা হল- দানা মাঝি থেকে ভালবাসার শিক্ষা।