1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দিল্লীতে শুরু হয়েছে অষ্টাদশ বাংলা বইমেলা - মুক্তকথা
রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৭:৫৫ পূর্বাহ্ন

দিল্লীতে শুরু হয়েছে অষ্টাদশ বাংলা বইমেলা

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯
  • ১৫২৩ পড়া হয়েছে

মুক্তকথা সংবাদকক্ষ।। চলছে অষ্টাদশ বাংলা বইমেলা দিল্লীতে। দিল্লীর “বেঙ্গল এসোসিয়েশন” পাঁচদিন ব্যাপী এই বইমেলার আয়োজন করেছে। মেলা শুরু হয়েছে ১৭ই এপ্রিল, চলবে ২১শে এপ্রিল রোববার পর্যন্ত।
এ মেলার প্রথম আয়োজন হয়েছিল ১৭বছর আগে দিল্লীর সাপ্রু হাউসে। এরপর নয়াদিল্লীর কালিবাড়ী মন্দির মার্গে স্থানান্তরীত হয়। বহুবছর ওখানেই চলে। এ বছর সবকিছুর চাহিদা বেড়ে যাওয়ায় সকল চাওয়ার সুযোগ করে দেয়ার লক্ষ্যে নতুন স্থান নয়াদিল্লীর গোল বাজারের(Gole Market) কাছে পেশোয়া সড়কের ‘গৃহ কল্যাণ কেন্দ্র’-এ বেশ আড়ম্বরের সাথেই শুরু হয়েছে।
গণমাধ্যম থেকে জানা গেছে হাজারী বাগের “প্রবাস কল্যাণ প্রীতি ট্রাষ্ট” নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবারের দিল্লী বইমেলার সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে সহায়তা করছে। মেলায় বহু বাংলাদেশী প্রকাশনা প্রতিষ্ঠান ও পাঠাগার তাদের বইপুস্তক নিয়ে অংশগ্রহন করেছে। বাংলাদেশী লেখিকা মিস সেলিনা হোসেনসহ অনেকেই বই মেলায় অংশ নিতে নয়াদিল্লী সফর করছেন।
উল্লেখযোগ্য যে, মেলার সূচনায় স্বাগত বক্তব্য রাখেন দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের সম্মানিত হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

৫দিন ব্যাপী বইমেলার অনুষ্ঠান লিপি।

বইমেলার একটি পোষ্টার

এই পূণ্যবাক্যের উচ্চারণে শুরু করা হয় বইমেলা। “আমি হাত জোড় করছি আমার স্রষ্টার সামনে, যিনি এ সৃষ্টির রক্ষাকারী, এই আলোর নমুনায়। আমি এই আলোকে ভক্তি জানাই, যে আলো আমার কর্মের ত্রুটি-বিচ্যুতি থেকে সৃষ্ট সকল বেদনার উপশম করে”

স্বাগত বক্তব্য রাখছেন বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

লেখিকা সেলিনা হোসেনকে সাল উপহার দেয়া হচ্ছে।

বইমেলার ‘ক্রেস্ট’ উপহার দেয়া হচ্ছে সৈয়দ মোয়াজ্জেম আলীকে।

দিল্লীর বইমেলা প্রাঙ্গন

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT