মুক্তকথা সংবাদকক্ষ।। চলছে অষ্টাদশ বাংলা বইমেলা দিল্লীতে। দিল্লীর “বেঙ্গল এসোসিয়েশন” পাঁচদিন ব্যাপী এই বইমেলার আয়োজন করেছে। মেলা শুরু হয়েছে ১৭ই এপ্রিল, চলবে ২১শে এপ্রিল রোববার পর্যন্ত।
এ মেলার প্রথম আয়োজন হয়েছিল ১৭বছর আগে দিল্লীর সাপ্রু হাউসে। এরপর নয়াদিল্লীর কালিবাড়ী মন্দির মার্গে স্থানান্তরীত হয়। বহুবছর ওখানেই চলে। এ বছর সবকিছুর চাহিদা বেড়ে যাওয়ায় সকল চাওয়ার সুযোগ করে দেয়ার লক্ষ্যে নতুন স্থান নয়াদিল্লীর গোল বাজারের(Gole Market) কাছে পেশোয়া সড়কের ‘গৃহ কল্যাণ কেন্দ্র’-এ বেশ আড়ম্বরের সাথেই শুরু হয়েছে।
গণমাধ্যম থেকে জানা গেছে হাজারী বাগের “প্রবাস কল্যাণ প্রীতি ট্রাষ্ট” নামের একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবারের দিল্লী বইমেলার সহযোগী পৃষ্ঠপোষক হিসেবে সহায়তা করছে। মেলায় বহু বাংলাদেশী প্রকাশনা প্রতিষ্ঠান ও পাঠাগার তাদের বইপুস্তক নিয়ে অংশগ্রহন করেছে। বাংলাদেশী লেখিকা মিস সেলিনা হোসেনসহ অনেকেই বই মেলায় অংশ নিতে নয়াদিল্লী সফর করছেন।
উল্লেখযোগ্য যে, মেলার সূচনায় স্বাগত বক্তব্য রাখেন দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের সম্মানিত হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।