জাকির হোসেন, মৌলভীবাজার॥ ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীদের গুলিতে শহীদ হয়েছিলেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা বাগানের ৫০ জন চা শ্রমিক। যে জায়গায় তাদেরকে হত্যা করা হয়েছিলো সে জায়গাটি বধ্যভূমি হিসেবে স্বীকৃতি পেলেও সেই জায়গায় শহীদ হওয়া ৫০ জন চা শ্রমিকদের নাম এতোদিন সবার অগোচরেই রয়ে গিয়েছিলো, যা কখনো জনসম্মুখে সংরক্ষিত করা হয়নি। অবশেষে ৪৯ বছর পর শহীদদের নাম ফলক জনসম্মুখে উন্মোচিত করা হলো।
বিগত বুধবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ চা শ্রমীকদের নাম ফলকের এ মিনার উন্মোচন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) প্রেমসাগর হাজরা, নারী ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা। উন্মোচিত হওয়া মিনারে পাকিস্থানীদের গুলিতে নিহত ৫০ ও গুলিতে আহত ৯জনের নাম উল্লেখ করা হয়েছে।
|