মুক্তকথা সংবাদকক্ষ॥ নির্দেশিত দুই দফায় ভারতের তৈরী কোভাক্সিন টীকা নেয়ার পরও লক্ষ্নৌ-এর একজন ডাক্তারের পরীক্ষায় শরীরে কোভিড আছে ধরা পড়লো। এমন পরীক্ষার ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের লক্ষ্নৌ শহরের। খবর প্রকাশ করেছে ভারতের ‘বিজিনেস ইনসাইডার’ অন্তর্জাল সংবাদ মাধ্যম।
শরীরে কোভিড ধরা পড়া ওই ডাক্তারের নাম নিথিন মিশ্র। তিনি জরুরী ডাক্তারী কর্মকর্তা হিসেবে সিভিল হাসপাতালে কাজ করছেন। গত ১৫ ফেব্রুয়ারী তাকে প্রথম পর্বের টীকা দেয়া হয় এবং পরে গত ১৬ মার্চ দ্বিতীয় পর্বের টীকা দেয়া হয়।
গত ১৮ মার্চ তার কাশী ও শরীরে মৃদু জ্বর দেখা দিলে ২০ মার্চ তাকে পুনঃরায় পরীক্ষা করা হয়। পরের রোববার তার পরীক্ষার ফলে দেখা যায় তার শরীরে কোভিড লক্ষন বর্তমান আছে। অবশ্য উল্লেখিত সিভিল হাসপাতালের একজন পরিচালক এই সংবাদ মাধ্যমকে বলেছেন যে তারা এই ডাক্তার রোগীর বিষয়ে খুবই সতর্ক থেকে খবরাখবর রাখছেন।
ওখানকার স্বাস্থ্য বিভাগের একজন প্রধান সর্বজনীন পরিচালক(ডাইরেক্টর জেনারেল) স্বীকার করেছেন যে দুই দফা টীকা নেয়ার পরও শরীরে কোভিডের অবস্থান ইহাই প্রথম।
কোভিডের টীকা কোভাক্সিন ভারতের ডাক্তারী গবেষণা কাউন্সিলের সহায়তায় হায়দরাবাদে তৈরী “ভারত বায়োটেক”-এর একটি টীকা।
কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজি বিভাগের অধ্যাপক অমিতা জেইন বলেছেন এই টীকা রোগের বিরুদ্ধে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরী করতে কয়েক সপ্তাহ লাগে। এ সময়ের মধ্যে কোন একজন মানুষের শরীরে কোভিড লক্ষন ধরা পড়তেই পারে। সূত্র: ইণ্ডিয়া বিজনেস ইনসাইডার
|