মুক্তকথা সংবাদকক্ষ।। এবার অভিযোগের খাতায় নাম উঠেছে খৃষ্টান ধর্মাবলম্বীদের। অভিযোগ তুলেছেন স্বয়ং খৃষ্টানগনই। শুধুই অভিযোগ নয়, অসহ্য হয়ে পুরো খৃষ্টান সম্প্রদায় মানব বন্ধন করেছেন মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে।
অবৈধ, যোগসাজশ, দুরভিসন্ধি, ষড়যন্ত্র এসব অপবাক্যের অভিযোগ এসেছে “সিলেট প্রেস বিটারিয়ান সিন্ড(সংঘ)”এর বর্তমান পরিষদের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে প্রথম অভিযোগ তারা অবৈধ পরিষদ। কোন ধরনের সাধারণ সভা না করেই পদবি ধারন করে অবৈধভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। সবচেয়ে বড় অপরাধের অভিযোগ তারা “সিনড”এর সম্পত্তি অবৈধভাবে বন্দোবস্ত, বিক্রি এমনকি আত্মসাতের অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
মানববন্ধন শেষে মৌলভীবাজার জেলাপ্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। সিলেট বিভাগীয় কমিশনার, মৌলভীবাজার পুলিশ কমিশনার, সংসদ সদস্য, পৌরমেয়র ও “হিন্দুবৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার” বরাবরে অভিযোগ জানানো হয়। হবিগঞ্জ দুদক পরিচালককেও অবহিত করা হয়েছে। অবহিত করা হয়েছে অসলো, নরওয়ে’এর “নর মিশন”কে।