শারদীয় দুর্গোৎসব উপলক্ষে
কমলগঞ্জে মন্ডপে মন্ডপে তারেক রহমানের পক্ষে উপহার
সনাতন ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ৩২৩টি পূজাম-পে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে। গত শনিবার সকাল সকাল ১০টায় শ্রীমঙ্গলস্থ শ্যামলী আবাসিক এলাকায় মহসিন টি হোল্ডিং কোম্পানির কার্যালয় হতে মৌলভীবাজার জেলা বিএনপির নেতা, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধুর উদ্যোগে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী প্রদান করা হয়। শনিবার গভীর রাত পর্যন্ত কমলগঞ্জের প্রতিটি মন্ডপে মন্ডপে দলীয় নেতা-কর্মীরা পূজামন্ডপগুলোতে উপহার সামগ্রী পৌঁছে দেন। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে এক বস্তা চাল ও এক বস্তা ডালসহ মোট ৬৪৬ বস্তা উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক পৌর মেয়র, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পূজাম-পের প্রতিনিধিরা উপস্থিত থেকে উপহার গ্রহণ করেন।
পূজা উদযাপন ফ্রন্ট কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি পুষ্প কুমার কানু বলেনবিএনপি নেতা মহসিন মিয়া মধুর এ ধরনের মহতি উদ্যোগ শারদীয়া দুর্গোৎসবকে আরও আনন্দঘন করে তুলবে। এ অঞ্চলে আমাদের সকল ধর্মের মানুষের মধ্যে যে সম্প্রীতি রয়েছে এই সম্প্রীতি আরও শক্তিশালী হবে।
শমশেরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক শামীম ও উপজেলা যুবদল রাব্বী নেতা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় দেশের মানুষের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। ধর্ম যার যার দেশটা আমাদের সবার এই মন্ত্রেই বিশ্বাস করে বিএনপি। তারা জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি নেতা মহসিন মিয়া মধুর উদ্যোগে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার ৩২৩টি পূজা মন্ডপে শুভেচ্ছা ও উপহার হিসেবে প্রতি মন্ডপে এক বস্তা চাল ও এক বস্তা করে ডাল পৌঁছে দেয়া হয়েছে। এসব উপহার সামগ্রী পেয়ে পূজামন্ডপ কতৃপক্ষ খুশী হয়ে বিএনপি নেতা মহসিন মিয়া মধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।