1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দেশের মানুষের আস্থা অর্জনই 'নিক'এর আসল মোকাবিলার বিষয় - মুক্তকথা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন

দেশের মানুষের আস্থা অর্জনই ‘নিক’এর আসল মোকাবিলার বিষয়

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৭
  • ৩৬৭ পড়া হয়েছে

লন্ডন: শনিবার ২৮শে মাঘ ১৪২৩।। ঢাকার মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট বলেছেন- নতুন নির্বাচন কমিশনকে দেশের মানুষের আস্থা অর্জন করতে হবে। তাদের জন্য এটি একটি বড় মোকাবেলার বিষয়। আমরা আশা করি নতুন নির্বাচন কমিশন জনগণের আস্থা অর্জন করতে পারবে এবং তাদের কাজে জনমতের প্রতিফলন ঘটবে। গত বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচন বর্জনের ঝুঁকি, বিএনপি নেবে বলে আমার মনে হয় না। তারা ফের সেই পথে গেলে রাজনৈতিক অঙ্গনে ক্ষয়ে যাবার আশংকা রয়েছে। ওবায়দুল কাদের স্পষ্ট করেই বলেন, বিএনপি গত নির্বাচনে অংশ না নিয়ে যে ভুল করেছে, এর পরিণাম তাদের যতটা দুর্বল, ছোট দল করেছে, এলোমেলো করেছে, সেখানে তাদের ভবিষ্যতে রাজনৈতিক অঙ্গনে অপ্রাসঙ্গিক হয়ে যাবার একটা ঝুঁকি থাকে। সেই ঝুঁকি তারা নেবে বলে আমার মনে হয় না। নতুন নির্বাচন কমিশন (নিক) নিয়ে বিএনপির মন্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির মধ্যে- মানি না, মানবো না এ ধরনের একটি নেতিবাচক মানসিকতা কাজ করছে। এ অবস্থা থেকে তারা বের হতে পারছে না। দেখবেন তারা ঠিকই ইলেকশনে অংশ নেবে। (ভিনিউজ অবলম্বনে)

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT