1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
দেশের সংস্কার ও রোগাক্রান্ত অর্থনীতিকে পুনঃরোদ্ধারের জন্য সকলের সহায়তা চান রূহানী - মুক্তকথা
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:৪৭ পূর্বাহ্ন

দেশের সংস্কার ও রোগাক্রান্ত অর্থনীতিকে পুনঃরোদ্ধারের জন্য সকলের সহায়তা চান রূহানী

সংবাদদাতা
  • প্রকাশকাল : রবিবার, ২১ মে, ২০১৭
  • ৩০৪ পড়া হয়েছে

মুক্তকথা, লন্ডন: মধ্যপন্থি ইরাণি প্রেসিডেন্ট হাসান রূহানী বলেছেন, তার পুনঃনির্বাচন এই প্রমাণ করে যে ভোটদাতাগন চরমপন্থা বর্জন করেছেন এবং বাইরের দুনিয়ার সাথে আরো সংযোগ রাখতে চান। তার প্রতিদ্বন্দ্বি থেকে সুজাসুজি ৫৭ ভাগ বেশী ভোট পেয়ে বিজয়ী মিঃ রূহানী বলেন বিরুধীদের দ্বারা তাকে সমালোচনা করার অধিকারের প্রতি তিনি সবসময়ই শ্রদ্ধাশীল।
ইরাণের পারমানবিক কর্মসূচীকে দমন করার যুগান্তকারী পদক্ষেপকে ৬৮ বছর বয়স্ক মিঃ রূহানী সমর্থন করেন বলে জানান। 
বিশেষজ্ঞরা বলেন, রূহানীর নিশ্চিত চূড়ান্ত বিজয় তাকে দেশের সংস্কার ও রোগাক্রান্ত অর্থনীতিকে পুনঃরোদ্ধারের ক্ষমতা দিয়েছে। 
বিজয়ের পর ইরাণের জাতীয় টেলিভিশনে দেয়া প্রথম বক্তব্যে মিঃ রূহানী বলেন, ইরাণী জনগন বিশ্বের সাথে আলাপ-আলোচনার সেই পথকে পছন্দ করেছে যে পথ চরমপন্থা ও উগ্রতা থেকে অনেক অনেক দূরে। তিনি আরো বলেন, নির্বাচন এখন শেষ। আমি এখন দেশের প্রেসিডেন্ট এবং প্রতিটি ইরাণীর কাছ থেকে আমি সাহায্য চাই, এমনকি যারা আমাকে আর আমার নীতিমালাকে গ্রহন করেনি তাদের কাছ থেকেও আমি সহায়তা চাই। প্রাক্তন সংস্কারবাদী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামিকে রূহানী ধন্যবাদ জানান।
এবারের ভোটের পরিমান ছিল প্রায় শতকরা ৭০ভাগ। মোট ভোটদেয়া হয় ৪ কোটি এর মধ্যে রূহানী পান ২ কোটি ৩ লক্ষ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT