চানমিয়া।। ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের বৃহত্তর কুর্শী গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, আমাদের এখন আর মেঘালয়ের পাদদেশের দিকে তাকিয়ে বিদ্যুতের স্বপ্ন দেখতে হয়না। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার উদ্যোগে আমাদের সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। তিনি বলেন আওয়ামীলীগ সরকারের আগেও এই দেশে সরকার ছিলো, ছাতক-দোয়ারায় এমপি ছিলো, আমাদের চাহিদা ছিলো কিন্তু আমরা শুধু ফাকা বুলি শুনেছি।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিনের সভাপতিত্বে ও দোলারবাজার ইউপি স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শামীম আহমদ ও জুয়েল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্টিত উদ্বোধনী সভায় এমপি মানিক আরো বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে ছাতক-দোয়ারায় ২টি কলেজের স্থলে আজ ১৭টি কলেজ, ১৬টি উচ্চ বিদ্যালয়ের স্থলে ৬৬টি উচ্চ বিদ্যালয় শুধু মাত্র আওয়ামীলীগ সরকারের আমলেই স্থাপিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কুর্শী মোহাম্মদগঞ্জ বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন দোলারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমদ, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জিএম অকিল কুমার সাহা, সমিতি বোর্ডের সচিব পীর মোহাম্মদ আলী মিলন, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, আফজাল হুসেন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা আহবাব মিয়া, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, আব্দুল মছব্বির, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন, সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ।
আরো বক্তব্য রাখেন দোলারবাজার ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, আ’লীগ নেতা ময়না মিয়া, সুরুজ আলম জয়নাল, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, ছাত্রলীগ নেতা মাহবুব আলম প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শানুর আলী।